রানে ফিরলেন সৌম্য সরকার, ব্যর্থ নাঈম শেখ

Soumya Sarkar
ফাইল ছবি

চেনা ছন্দ হারিয়ে খুইয়েছেন জাতীয় দলের জায়গা। সে জায়গা পুনরুদ্ধারের মিশনে অন্তত 'এ' দলে জায়গা করে নেওয়াই লক্ষ্য সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখদের। তারই প্রস্তুতি ম্যাচে সৌম্য রানে ফিরলেও ব্যর্থ হয়েছেন নাঈম শেখ। অন্যদিকে ইনজুরি থেকে ফিরেই ফাইফার পেয়েছেন নাঈম হাসান। 

শুক্রবার রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রস্তুতিমূলক চার দিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ টাইগার্স ও হাইপারফর্ম্যান্স ইউনিট(এইচপি)। ৬ উইকেটে ১৯৪ রান করে দিন শেষ করে বাংলাদেশ টাইগার্স। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭২.১ ওভারে ২২৭ রান করে গুটিয়ে যায় এইচপি।

ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানেই নাঈম শেখকে হারায় বাংলাদেশ টাইগার্স। মৃত্যুঞ্জয় চৌধুরী বলে রিশাদ হাসানের ক্যাচে পরিণত হন তিনি। এরপর ইমরুল কায়েসকে নিয়ে দলের হাল ধরেন সৌম্য। গড়েন ৪৮ রানের জুটি। ইমরুলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন মুকিদুল ইসলাম।

এরপর খুব বেশিক্ষণ টিকতে পারেননি জাকির হাসান। মুকিদুলের দ্বিতীয় শিকারে পরিণত হন। তবে এক প্রান্ত ধরেন রাখেন সৌম্য। ফজলে রাব্বির সঙ্গে চতুর্থ উইকেটে ৭৬ রানে জুটি গড়েন আউট হন এ ওপেনার। ১৩৬ বলে খেলেন ৮১ রানের ইনিংস। ১০টি চার ও টি ছক্কায় নিজের ইনিংস সাজান এ ব্যাটার।

তবে দিনের শেষ দিকে রিপন মণ্ডলের জোড়া ধাক্কায় ম্যাচে ফিরে আসে এইচপি। জাকের আলীকে আউট করার পর নাঈম হাসানকে ফিরিয়ে লেজ বের করে আনেন তিনি। ৩৫ রানে অপরাজিত আছেন ফজলে রাব্বি। তার সঙ্গে উইকেটে আছেন নাঈম ইসলাম জুনিয়র। 

আগের দিনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা এইচপি ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে এ দিনের খেলা শুরু করে। শেষ চার ৪ উইকেট হারিয়ে ৫১ রান যোগ করে তারা। যার ৩টি তুলে নেন নাঈম। আগের দিনে দুটি পাওয়া পূর্ণ করেন ফাইফার। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৬ উইকেট পাওয়া এ স্পিনার ইনজুরিতে পড়েছিলেন। ১৮.১ ওভার বল করে ৬৭ রানের খরচায় ৫টি উইকেট পান তিনি।

দারুণ বোলিং করেছেন হাসানও। তার শিকার ৩ উইকেট। এইচপির হয়ে ৭০ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৪১ রান করেন আকবর আলী। ৫ বলে ৭টি চারের সাহায্যে ৩৯ রান করেন মৃত্যুঞ্জয়।

Comments

The Daily Star  | English

Neonatal mortality still high at 20 per 1,000 births

A recent study has raised concerns about their current condition, revealing operational issues that could threaten future progress.

14h ago