শফিকের সেঞ্চুরিতে জয়ের আশায় পাকিস্তান

দীনেশ চান্দিমালের ব্যাটে পাকিস্তানকে বড় লক্ষ্যই দিয়েছিল শ্রীলঙ্কা। উইকেটে স্পিনাররা টার্ন পেতে থাকায় বেশ স্বস্তিতে ছিল তারা। তবে রান তাড়ায় তাদের হতাশ করে পাকিস্তানকে পথে রেখেছেন আব্দুল্লাহ শফিক।
মঙ্গলবার গল টেস্টের চতুর্থ দিন শেষে জয় থেকে ১২০ রান দূরে পাকিস্তান। হাতে আছে ৭ উইকেট। সেঞ্চুরি করে ১১২ রানে অপরাজিত আছেন শফিক। তার সঙ্গী মোহাম্মদ রিজওয়ানের রান ৭।
৯ উইকেটে ৩২৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা আর বেশি দূর এগুতে পারেনি। পেসার নাসিম শাহ ৪ রানেই থামিয়ে দেন প্রভাত জয়াসুরিয়াকে। ৩৩৭ রানে গুটিয়ে যায় তারা। সঙ্গীর অভাবে ৯৪ রানে অপরাজিত থেকে যান চান্দিমাল।
৩৪২ রান তাড়ায় নেমে পাকিস্তানের ইমাম-উল হককে নিয়ে শফিক আনেন দারুণ শুরু। উদ্বোধনী জুটিতেই এসে যায় ৮৭ রান। ৩৫ করা ইমাম পরে রমেশ মেন্ডিসের বলে স্টাম্পিং হলে ভাঙে এই জুটি।
অধিনায়ক বাবর আজম তিনে নেমে শফিকের সঙ্গে গড়ে তুলেন ১০১ রানের জুটি। তাতে ম্যাচ জেতার পথে অনেকটা এগিয়ে যায় পাকিস্তান।
আগের ইনিংসে ৫ উইকেট নেওয়া প্রভাতের বলে ৫৫ রান করে বোল্ড হন বাবর। তাতে ম্যাচে ফেরার কিছুটা আভাস দেয় স্বাগতিকরা। তবে শেষ বিকেলে শফিক-রিজওয়ানের দৃঢ়তায় আর কোন বিপদ বাড়েনি পাকিস্তানের।
শেষ দিনের উইকেটে এখনো ১২০ রান করতে হবে। কাজটা সহজ নয়। তবে সেঞ্চুরিয়ান শফিক ক্রিজে থাকায় পাকিস্তানই বেশি আশাবাদী।
Comments