শীর্ষস্থান ধরে রাখতে পারলেন না সাকিব

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

অনেকদিন পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। তবে সেই স্থান খুব বেশি দিন ধরা রাখা হলো না তার। নিউজিল্যান্ড সিরিজে জুতসই পারফরম্যান্স না করায় ফের দুইয়ে নেমে গেছেন তিনি।

বুধবার সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সাম্প্রতিক সময়ে হওয়া সিরিজগুলোর ভিত্তিতে এই র‍্যাঙ্কিংয়ে সাকিব পেলেন খারাপ খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে ব্যাটে বলে নিষ্প্রভ থাকেন সাকিব, খেলেননি শেষ ম্যাচ। তাতে করে ১৬ রেটিং পয়েন্ট হারিয়ে ফেলেছেন এই তারকা।

সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৭৫। এই সময়ে কোন ম্যাচ না খেললেও ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

সাকিব পেছালেও উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১০ থেকে দুই ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে গেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে যৌথভাবে সিরিজ সেরা হওয়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এগিয়েছেন ২৫ধাপ। তার অবস্থান ১৫তম। ৪ ধাপ এগিয়ে শেখ মেহেদী হাসান আছেন ২০ নম্বরে।

বোলারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে বদল আসেনি। আগের মতই আছেন যথাক্রমে- দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি, শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান, ইংল্যান্ডের আদিল রশিদ ও আফগানিস্তানের মুজিব-উর রহমানের। মুজিব ছাড়া বাকি চারজনই রিস্ট স্পিনার। ব্যাটসম্যানদের সেরা পাঁচেও বদল আসেনি। দাবিদ মালান, বাবর আজম, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি ও ডেভন কনওয়ে আছেন এক থেকে পাঁচে।

Comments

The Daily Star  | English

46th BCS written exam postponed amid protests

Md Zahirul Islam Bhuiyan, a PSC member, announced in front of the protesters that the scheduled date for the 46th Bangladesh Civil Service written exam (May 8) would be postponed

50m ago