সেই ইংল্যান্ড এখন ফলোঅনের শঙ্কায়

এইতো কদিন আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে কী দারুণ ক্রিকেটই না খেলল ইংল্যান্ড। রীতিমতো কিউইদের ধবল ধোলাই করেই ছেড়েছে ইংলিশরা। তাতে নতুন কোচ ও নতুন অধিনায়কের জয়গানই চলছিল চারদিকে। তবে ভারতের বিপক্ষে হঠাৎ চিত্রনাট্য গেল বদলে। ফলোঅনে পড়ার শঙ্কায় রয়েছে তারা।
শনিবার বার্মিংহ্যামের এজবাস্টনে প্রথম ইনিংসে ৮৪ রান তুলতেই ৫টি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৪১৬ রানে। ফলে প্রথম ইনিংসে এখনও ৩৩২ রানে এগিয়ে ভারত। ফলোঅন এড়াতে হলে আরও ১৩৩ রান করতে হবে স্বাগতিকদের। হাতে রয়েছে ৫টি উইকেট।
অবশ্য টেস্টের এখনও বাকি তিন দিন। যে কোনো কিছুই হতে পারে। ভারতও ৯৮ রানে হারিয়েছিল পাঁচ উইকেট। এরপর সেই ইনিংস ছাড়িয়েছে চারশো রানেরও অধিক। তবে দ্বিতীয় দিনের মূল নায়ক জাসপ্রিত বুমরাহ। ব্যাট হাতে নতুন বিশ্ব রেকর্ড গড়ার পর বল হাতেও ঝরালেন আগুন। তাতেই লণ্ডভণ্ড ইংলিশদের ব্যাটিং লাইন আপ।
আগের দিনই অবশ্য ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল ভারত। যার মূল কৃতিত্ব রিশাভ পান্তের। ঝড়ো এক সেঞ্চুরিতে দলের ইনিংস তো মেরামত করেছেনই, সঙ্গে দলকেও নিয়ে যান দারুণ অবস্থানে। আজ রবীন্দ্র জাদেজা পূরণ করেন তার কাঙ্ক্ষিত সেঞ্চুরি। এরপর জাসপ্রিত বুমরাহর বিধ্বংসী ব্যাটিং। তাতে দিনের শুরুটা দারুণ হয় ভারতের।
সকালে ৭ উইকেটে ৩৩৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। এদিন শেষ তিন উইকেট হারিয়ে ৭৮ রান যোগ করে দলটি। মোহাম্মদ শামিকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন জাদেজা। এ জুটি ভাঙেন স্টুয়ার্ট ব্রড। শামিকে লিচের ক্যাচে পরিণত করে টেস্ট ক্যারিয়ারের ৫৫০তম উইকেট তুলে নেন এ পেসার। এ সংস্করণের ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়েন তিনি।
অথচ এমন দিনে কি-না বিব্রতকর এক রেকর্ডের অধিকারীও হতে হয়ে তাকে। ব্রডকে বেধড়ক পিটিয়ে এক ওভারেই বুমরাহ তোলেন ২৯ রান। যা এ সংস্করণের ইতিহাসে কোনো ব্যাটারের এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড। পেছনে ফেলে দেন কিংবদন্তি ব্রায়ান লারা, জর্জ বেইলি ও কেশব মহারাজকে। এই তিনজন এক ভারে তুলেছিলেন ২৮ রান করে। অতিরিক্ত মিলিয়ে সে ওভারে মোট ৩৫ রান দেন ব্রড!
টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৪ রানের ইনিংস খেলেন জাদেজা। ১৯৪ বলে ১৩টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ১৬ বলে ৩১ রানের ক্যামিও খেলেন বুমরাহ। এছাড়া শামির ব্যাট থেকে আসে কার্যকরী ১৬ রান।
ইংলিশদের পক্ষে ৬০ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। পটসের শিকার ২টি।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ফলে গড়ে ওঠেনি কোনো জুটি। কোনো ব্যাটারও পারেননি দায়িত্ব নিতে। দলীয় ৪ রানেই টপ অর্ডারের তিন উইকেট ছাঁটাই করেন বুমরাহ।
এরপর জো রুট (৩১) অবশ্য সেট হয়েছিলেন। জনি বেয়ারস্টোর সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। তবে মোহাম্মদ সিরাজের বলে উইকেটরক্ষক পান্তের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। এরপর নাইটওয়াচম্যান হিসেবে নামা জ্যাক লিচকে ছাঁটাই করেন শামি। তাতে বড় চাপে পড়ে যায় স্বাগতিকরা।
তবে দলের আশা হয়ে এখনও টিকে আছেন জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকস। দারুণ ছন্দে থাকা এ দুই ব্যাটার কিউইদের বিপক্ষে জয় তুলে নেওয়ার অন্যতম নায়ক তারা। বেয়ারস্টো ১২ ও স্টোকস ০ রানে উইকেটে আছেন।
Comments