স্মিথকে সরিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুইয়ে রুট

Joe Root
ছবি: আইসিসি

লর্ডসে ভারতের বিপক্ষে দল হারলেও জো রুটের পারফরম্যান্স ছিল নজরকাড়া। স্রোতের বিপরীতে প্রথম ইনিংসে করেছিলেন ১৮০ রান, পরের ইনিংসেও দলের বিপর্যয়ে সেরা স্কোয়ার তিনি। এর ফল পেলেন হাতেনাতে। স্মিভেন স্মিথ ও মারনাশ লাবুশেনকে সরিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি।

বুধবার আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদ প্রকাশ করেছে। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন রুট। তাতে বিরাট কোহলিকে সরিয়ে পাঁচ থেকে চারে উঠে আসেন ইংল্যান্ড অধিনায়ক। লর্ডসের নৈপুণ্য দিলেন আরও এক লাফ।

লর্ডস টেস্টের পর নতুন করে ৪৭ রেটিং পয়েন্ট পেয়েছেন রুট। তার রেটিং পয়েন্ট এখন ৮৯৩। শীর্ষে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনের রেটিং পয়েন্টে এরচেয়ে মাত্র ৮ বেশি।

লর্ডস টেস্টে ১২৯ করা ভারতের লোকেশ রাহুল ১৯ ধাপ এগিয়ে উঠেছেন ১৭ নম্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটন টেস্টে ১ উইকেটের রোমাঞ্চ হারে পাকিস্তান। দল হারলেও অধিনায়ক বাবর আজম দুই ইনিংসে করেন ৩০ ও ৫৫ রান। তাতে দুই ধাপ এগিয়ে তিনি উঠেছেন ৮ নম্বরে।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। শেষ টেস্টে দলকে জেতাতে ৪ উইকেট নেওয়া হোল্ডার বোলারদের র‍্যাঙ্কিংয়েও উন্নতি করে উঠেছেন ৯ নম্বরে।

ওই টেস্ট ৫ উইকেট নেওয়া কেমার রোচ দুই ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে। তরুণ পেসার জেডন সিলস সবচেয়ে কমবয়েসী ক্যারিবিয়ান বোলার হিসেবে টেস্টে ৫ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে ৫৮ নম্বরে জায়গা করে নিয়েছেন।

ওই টেস্টে চার উইকেট নেওয়া শাহীন আফ্রিদি চার ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে আছেন। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া অভিজ্ঞ ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন এখন ছয় নম্বরে। দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেওয়া মার্ক উড পাঁচ ধাপ এগিয়ে আছেন ৩৭ নম্বরে।

বোলারদের শীর্ষে পাঁচে অবশ্য বদল আসেনি। আগের মতই আছেন প্যাট কামিন্স, রবিচন্দ্রন অশ্বিন, টিম সাউদি, জশ হেইজেলউড ও নিল ওয়্যাগনার।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

16h ago