অবশেষে কলম্বিয়ায় ব্রাজিলের হোঁচট

কাতার বিশ্বকাপ বাছাই পর্বে যেন রীতিমতো উড়ছিল ব্রাজিল। আগের ৯ ম্যাচের নয়টিতেই জয়। তবে দশম ম্যাচে এসে হোঁচট খেয়েছে দলটি। ঘরের মাঠে এদিন সেলেসাওদের রুখে দিয়েছে কলম্বিয়া।

কলম্বিয়ার বারাংকিইয়ায় রোববার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে অবশ্য মাঝমাঠের দখল রেখেই খেলেছিল ব্রাজিল। ৬৪ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। তবে তাদের চেয়ে বেশি শট নিয়েছিল স্বাগতিকরাই। ১২টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ৯টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে ব্রাজিল।

টানা জয়রথ ধরে রাখতে এদিন তেমন একটা ভীতি ছড়াতে পারেনি সফরকারীরা। তবে গোল করার মতো সুযোগটা পঞ্চম মিনিটেই পেয়েছিল দলটি। নেইমার দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান কলম্বিয়ান গোলরক্ষক দাভিদ অসপিনা। সাত মিনিট পর অবশ্য অবিশ্বাস্য এক মিস করেন লুকাস পাকুয়েতা। নেইমারের থ্রু বল থেকে গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি এ লিঁও মিডফিল্ডার।

৩৩তম মিনিটে ফের হতাশ হতে হয় সফরকারীদের। নেইমারের পাস থেকে একেবারের ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন ফ্রেদ। ৬৪তম মিনিটে এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। ডি-বক্সের বাইরে থেকে মাতেউস উরিবের জোরালো শট লাফিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। চার মিনিট পর হুয়ান কিনতারোর দূরপাল্লার দারুণ শটও ঝাঁপিয়ে ঠেকান এ গোলরক্ষক।

৭৬তম মিনিটে দুই খেলোয়াড়কে কাঁটিয়ে ঢুকে পড়েছিলেন রাফিনহা। তবে শেষ মুহূর্তে এক খেলোয়াড় ট্যাকল করলে বেঁচে যায় কলম্বিয়া। পরের মিনিটে রাফিনহার নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক অসপিনা। আট মিনিট পর রাফিনহার ক্রসে আন্তোনির শটও দারুণ দক্ষতায় রুখে দেন এ গোলরক্ষক। ম্যাচের শেষ মুহূর্তে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। ফাঁকায় বল পেয়েও উড়িয়ে মারেন রাফায়েল বোরে।

এ ড্রয়ের পরও যথারীতি শীর্ষে আছে ব্রাজিল। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সংগ্রহ সমান ২২ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলা কলম্বিয়া ১৫ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

Comments