ইউনাইটেডের অনুশীলনে নেই রোনালদো

ছবি: এএফপি

নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে উড়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার জন্য আগামী শুক্রবার ইংল্যান্ড ছাড়ছে ক্লাবটি। তার আগে আন্তর্জাতিক ফুটবলারদের অনুশীলনে যোগ দিতে বলেছিল রেড ডেভিলরা। কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ইউনাইটেড ছাড়ার গুঞ্জন আরও জোরালো হয়েছে।

সোমবার প্রখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো রোনালদোর অনুশীলনে যোগ না দেওয়ার খবর জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিজের স্বীকৃত পেজে তিনি লিখেছেন, 'ক্রিস্তিয়ানো রোনালদো এদিন "পারিবারিক কারণে" ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে যোগ দিতে পারবেন না। ক্রিস্তিয়ানো রোনালদো ও তার ক্যাম্পের এমন ব্যাখ্যা গ্রহণ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।'

গত কিছুদিন ধরে চলছে ৩৭ বছর বয়সী রোনালদোর ইউনাইটেড ছাড়ার জল্পনা-কল্পনা। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষই হয়ে যাচ্ছে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের। আরও ভালো কিছু করার লক্ষ্যে এবারের গ্রীষ্মকালীন দলবদলেই নতুন ঠিকানায় পাড়ি জমাতে চান তিনি। রোমানো এর জানিয়েছিলেন, ইতোমধ্যে নিজের চাহিদার কথা ইউনাইটেডকে অবগত করেছেন তিনি।

ইউনাইটেডের কর্মকর্তারা রোনালদোর সিদ্ধান্তের প্রেক্ষিতে ভাবনা-চিন্তা শুরু করেছেন। ভালো প্রস্তাব পেলে তাকে ছেড়ে দিতে ওল্ড ট্র্যাফোর্ডের দলটিকে অনুরোধ করেছেন তিনি। তবে রোমানো জানিয়েছেন, ইউনাইটেড এখনও নিজেদের অবস্থান অনড় রয়েছে। তাদের সাফ কথা, রোনালদো বিক্রির জন্য নয় এবং আগামী ২০২২-২৩ মৌসুমের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ তিনি।

রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেস তার জন্য পরবর্তী ক্লাবের খোঁজে আছেন। নতুন মালিকানায় যাওয়া চেলসির অন্যতম মালিক ও চেয়ারম্যান টড বোয়েলির সঙ্গে সাক্ষাতও হয়েছে তার। এছাড়া, সাবেক রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস তারকা রোনালদোকে পেতে আগ্রহী ক্লাবের তালিকায় আরও কতগুলো নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে রয়েছে এএস রোমা, নাপোলি ও স্পোর্তিং লিসবন। এছাড়া, জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারী পিএসজি নিশ্চিত করেছে, তারা রোনালদোকে পাওয়ার দৌড়ে নেই।

১২ বছরের ব্যবধানে গত মৌসুমে ইউনাইটেডে ফেরেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করেন তিনি। ১৮ গোল নিয়ে প্রিমিয়ার লিগে তিনি ছিলেন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা। ব্যক্তিগত নৈপুণ্যে রোনালদো উজ্জ্বল থাকলেও দলীয়ভাবে হতাশ করে ইউনাইটেড। ৩৮ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয় তারা। এতে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা হচ্ছে না তাদের।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago