একত্রে জ্বলে উঠতে সময় লাগবে মেসি-নেইমার-এমবাপের

বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড়দের তালিকা করলে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের নাম নিঃসন্দেহে থাকবে উপরের দিকে। সেই তিন জন এবার একসঙ্গে খেলছেন ফ্রান্সের ক্লাব পিএসজিতে। স্বাভাবিকভাবেই অবিশ্বাস্য এ আক্রমণভাগ নিয়ে সবার প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু প্রথমবারের মতো এ বিধ্বংসী ত্রয়ী একসঙ্গে খেলে সেই প্রত্যাশার সিকিভাগও মেটাতে পারেনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা ঠিকই একত্রে জ্বলে উঠবেন বলে বিশ্বাস করেন দলের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স 'এ' গ্রুপের ম্যাচে তারকায় ঠাসা শিরোপাপ্রত্যাশী পিএসজিকে ১-১ গোলে রুখে দিয়েছে বেলজিয়ামের দল ক্লাব ব্রুজ। স্প্যানিশ মিডফিল্ডার আন্দার হেরেরার গোলে এগিয়ে গেলেও বেলজিয়ান মিডফিল্ডার হান্স ভানাকেনের লক্ষ্যভেদে পিএসজিকে হতাশা উপহার দেয় স্বাগতিকরা।
নতুন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখতে পারেননি মেসি। তিনি গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন অবশ্য। কিন্তু প্রথমার্ধে দুর্ভাগ্যজনকভাবে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। এমবাপে হেরেরার গোলে অবদান রাখলেও সে অর্থে খুঁজে পাওয়া যায়নি তাকেও। তার উপর দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। সবচেয়ে বেশি খোলসবন্দী ছিলেন নেইমার।
পিএসজিতে এক মাসের বেশি সময় আগে যোগ দিয়েছেন মেসি। তবে জাতীয় দলের খেলার কারণে এমবাপে ও নেইমারের সঙ্গে খুব একটা অনুশীলন করা হয়নি তার। এমনকি ফ্রান্সের ঘরোয়া লিগেও এখন পর্যন্ত একত্রে দেখা যায়নি তাদেরকে। তাই এ ত্রয়ীর একত্রে জ্বলে ওঠার জন্য আরও সময় চান কোচ পচেত্তিনো, 'ওদের একসঙ্গে জ্বলে উঠতে সময় লাগবে। আরও অনেক কাজ করতে হবে। আমি তো আগেই পরিষ্কার বলেছি, আমরা এখনও একটা দল হয়ে উঠতে পারিনি। গুছিয়ে উঠতে সময় লাগবে আমাদের। আমাদের আরও ধারাবাহিক ও সাবলীল হতে হবে।'
তিন তারকার নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিকমতো না হলেও প্রতিপক্ষ ব্রুজ বলেই সমালোচনা হচ্ছে বেশি। কারণ শক্তি ও সামর্থ্যে পিএসজির চেয়ে অনেক পিছিয়ে তারা। সেই দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা হতাশাজনক। কোনো অজুহাত দাঁড় না করিয়ে এক্ষেত্রে নিজেদের ভুলটাই বড় করে দেখছেন এ আর্জেন্টাইন কোচ, 'অনেক বেশিই ভুল করেছি আমরা। তবে এতকিছুর পরও আমি ফুটবলারদের নিয়ে সন্তুষ্ট। আমাদের ঠাণ্ডা মাথায় কাজ করে যেতে হবে।'
Comments