একদিন মেসির বার্সেলোনায় ফেরার আশায় তার বাবা

ফরাসি ক্লাব পিএসজিতে লিওনেল মেসির যোগ দেওয়ার পর থেকেই চলছে গুঞ্জন। আবার স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনার জার্সিতে ফিরবেন ক্লাবটির ইতিহাসের সেরা তারকা? কাতালানদের ভক্ত-সমর্থকরা বুক বেঁধে আছেন তাকে ফের ক্যাম্প ন্যুতে দেখার আশায়। তার এজেন্ট ও বাবা হোর্হে মেসিও সুর মেলালেন তাদের সঙ্গে।
গত বছরের ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় মেসির। নতুন চুক্তি নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছালেও শেষ পর্যন্ত তা স্বাক্ষরিত হতে পারেনি। কারণ, লা লিগার নিয়ম অনুযায়ী, আর্থিক ও কাঠামোগত বাধার মুখে পড়েছিল বার্সা। এতে তাদের সঙ্গে মেসির দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি ঘটে। ক্যাম্প ন্যুতে বিদায়ী সংবাদ সম্মেলনে চোখের জলে ভাসেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর অগাস্টে দুই বছরের চুক্তিতে পিএজিতে নাম লেখান তিনি।
কোনো ক্লাবের সঙ্গে চুক্তি না থাকায় মেসিকে বিনা ট্রান্সফার ফিতে দলে টানে প্যারিসিয়ানরা। চুক্তি অনুসারে, আগামী ২০২৩ সাল পর্যন্ত পার্ক দে প্রিন্সেসের দলটিতে থাকবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
বার্সেলোনা ছাড়ার পর থেকে মেসির ফেরার জল্পনা-কল্পনায় লাগাম পড়েনি কখনও। ক্লাবটির নতুন কোচ জাভি গত বছরের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পরপরই এই প্রসঙ্গে তাকে মুখ খুলতে হয়েছিলেন। তিনি সেসময় বলেছিলেন, মেসিকে মিস করছেন। পাশাপাশি পুরনো সতীর্থ ও বন্ধুকে কোচিং করানোর ইচ্ছাও প্রকাশ করেছিলেন জাভি।
সম্প্রতি বার্সেলোনায় গেছেন মেসির বাবা হোর্হে। সেখানে প্রখ্যাত সাংবাদিক জেরার্দ রোমেরোর মুখোমুখি হয়েছিলেন তিনি। লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে রোমেরোর এক প্রশ্নের জবাবে হোর্হে শুনিয়েছেন আশার বাণী, 'আমার চাওয়া, একদিন এটা ঘটবে (মেসি খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ফিরবে)।'
স্পেনে ফিরে আসাটা ৩৪ বছর বয়সী মেসির জন্য সহজ হবে না। প্রথমত, কিলিয়ান এমবাপের পিএসজি ছাড়ার সম্ভাবনা যেহেতু জোরালো, সেহেতু তাকে ছাড়তে চাইবে না দলটি। দ্বিতীয়ত, ২০২৩ সাল পর্যন্ত প্যারিসিয়ানদের সঙ্গে চুক্তি থাকায় বল নেই মেসির কোর্টে। তৃতীয়ত, তরুণ ও নতুন স্বাক্ষর করা খেলোয়াড়দের নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বার্সা। তাই জাভি হয়তো মেসিকে ফিরিয়ে তার দলের কাঠামোয় পরিবর্তন আনার ঝুঁকি না-ও নিতে পারেন।
Comments