'এটাই জুভেন্টাসের মৌসুম সেরা ম্যাচ'

কি দুঃস্বপ্ন নিয়েই না মৌসুম শুরু করেছিল জুভেন্টাস। সিরিআয় প্রথম চার ম্যাচে জয় ছিল না দলটির। এক মৌসুম আগের নয় মৌসুমে টানা স্কুদিত্তো জিতে আসছিল দলটি। তবে সেই দুঃসময় ভুলে রীতিমতো উড়তে শুরু করেছে তুরিনের ক্লাবটি। সিরিআয় টানা তৃতীয় জয় পেয়েছে তারা। আর এ ম্যাচটি এখন পর্যন্ত এ মৌসুমে নিজেদের খেলা সেরা বলেই আখ্যা দিলেন দলটির প্রধান কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি।

সবমিলিয়ে মৌসুমে এটা জুভেন্টাসের পঞ্চম জয়। বাকি দুটি জয় পেয়েছে তারা চ্যাম্পিয়ন্স লিগে। শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষেও অসাধারণ জয় তুলে নিয়েছিল দলটি। তবে সে ম্যাচটির চেয়েও তোরিনোর বিপক্ষে ওল্ড লেডিরা গোছানো ফুটবল খেলেছে বলে জানালেন জুভেন্টাস কোচ। 

তুরিন ডার্বিতে শনিবার তোরিনোর বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। ম্যাচের ৮৬তম মিনিটে ফেদেরিকো কেইসার পাস থেকে জয়সূচক গোলটি করেন ম্যানুয়েল লোকেতেল্লি। এদিন চোটের কারণে এ ম্যাচে ছিলেন দলের দুই প্রধান ফরোয়ার্ড পাওলো দিবালা ও আলভারো মোরাতা।

অথচ প্রথমার্ধে মাত্র ৩৯ শতাংশ বল পায়ে ছিল জুভেন্টাসের। ধীরে ধীরে ম্যাচে প্রাধান্য বিস্তার করতে থাকে তারা। মূলত দ্বিতীয়ার্ধে হুয়ান কুয়াদ্রাদো নামার পর কেইসার সঙ্গে দারুণ বোঝাপড়ায় ম্যাচে ফেরে দলটি। তাদের পার্থক্য গড়তে পারে দলটি।

ম্যাচ শেষে ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাচটিকে নিজেদের মৌসুম সেরা বলেই জানালেন আলেগ্রি, 'এমন পারফরম্যান্সের পর এই ম্যাচ জিততে না পারলে তা খুবই হতাশাজনক হতো, মিলানের বিপক্ষে প্রথমার্ধের খেলার পর, আমি মনে করি এই ম্যাচটিই আমাদের মৌসুমের সেরা ছিল।'

তবে শুরুটা যে ভালো হয়নি তা মানছেন এ কোচ, 'আমরা প্রথমার্ধে একটু বেশি স্থির ছিলাম, বিশেষ করে ডানদিকে। (ময়েস) কিন প্রথমার্ধের শেষের দিকে ভালো করতে থাকে, কিন্তু আমরা কয়েকবার বলের দখল হারিয়েছিলাম।'

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago