এমবাপেকে ছাড়া হারল পিএসজি

কার্ড জনিত সমস্যার কারণে নিস ম্যাচের আগে নিষিদ্ধ ছিলেন কিলিয়ান এমবাপে। তবে মাঠে তার অভাব হাড়েহাড়ে টের পেয়েছে পিএসজি। তাকে ছাড়া আক্রমণ ভাগে কেউই পারলেন না জ্বলে উঠতে। মেসি-নেইমার-দি মারিয়ারা ছিলেন খোলসে। ফলে নিসের কাছে হেরেই গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে নিসের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে পিএসজি। ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি করেন অ্যান্ডি ডেলোর্ট। গত ডিসেম্বরে দুই দলের প্রথম লেগের ম্যাচেও হোঁচট খেয়েছিল প্যারিসের ক্লাবটি। গোলশূন্য ড্র হয়েছিল সে ম্যাচ।
তবে মাঝমাঠের দখল বেশি ছিল পিএসজিরই। কিন্তু সে তুলনায় সাঁড়াশী আক্রমণ বেশি করতে পারেনি দলটি। মোট ৮টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখে দলটি। অন্যদিকে নিস শট নেয় ১৩টি। যারমধ্যে ৬টিই ছিল লক্ষ্যে।
এ জয়ের শীর্ষে থাকা পিএসজির সঙ্গে ব্যবধান কমাল নিস। ২৭ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ১৫ জয় ও ৫ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নিস।
এদিন অবশ্য ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। প্রথম ছয় মিনিটেই পিএসজি শিবির কাঁপিয়ে দিয়েছিলেন আমিনি গোউরি। তার প্রথম শট ঝাঁপিয়ে আটকান পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস, আর দ্বিতীয়টি লক্ষ্যেই থাকেনি।
নবম মিনিটে অবিশ্বাস্য এক মিস করেন আনহেল দি মারিয়া। কাউন্টার অ্যাটাকে নেইমারের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন এ আর্জেন্টাইন। কিন্তু তার শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন নিস গোলরক্ষক।
২৪তম মিনিটে মেভলিন বার্ডের ক্রসে গোলমুখ ফাঁকায় হেড নেওয়ার সুযোগ ছিল পাবলো রোসারিওর। কিন্তু তার হেড যায় বাইরে। ৪০তম মিনিটে গোউরির আরও একটি শট রুখে দেন গোলরক্ষক নাভাস। প্রথমার্ধের শেষ দিকে দি মারিয়ার ক্রসে ফাঁকায় হেড নিয়েও লক্ষ্যে রাখতে পারেননি দানিলো পেরেইরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্নার থেকে দান্তে জোরালো হেড নিতে পারলে এগিয়ে যেতে পারতো নিস। ৬৬তম মিনিটে নেইমারের ফ্রি কিক থেকে দুর্বল হেড নেন টিলো কেররারও। ১০ মিনিট পর নেইমারের ব্যাক পাস থেকে ভালো সুযোগ ছিল দি মারিয়ার। কিন্তু তার শট ব্লক করেন প্রতিপক্ষ এক খেলোয়াড়।
চার মিনিট পর মেসির থ্রু পাসে ফাঁকায় পেয়েছিলেন বদলি খেলোয়াড় মাউরো ইকার্দি। দারুণ এক ট্যাকেলে সে যাত্রা দলকে রক্ষা করেন এক ডিফেন্ডার। ৮৪তম মিনিটে গোউরির পাস থেকে ফাঁকায় বল পেয়েও জাস্টিন ক্লুইভার্ট দুর্বল শট নিলে বেঁচে যায় পিএসজি।
তবে এর চার মিনিট পর ঠিকই গোল আদায় করে নেয় স্বাগতিকরা। কেলভিন স্টেঞ্জের অসাধারণ এক ক্রসে দারুণ এক প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন বদলি খেলোয়াড় ডেলোর্ট। এরপর সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় পিএসজি। ফলে মৌসুমের তৃতীয় হার মেনেই মাঠ ছাড়ে তারা।
Comments