এমবাপে পিএসজির চেয়ে ভালো দল কোথাও পাবে না: দি মারিয়া

দল বদলের বাজারে জোর গুঞ্জন পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না কিলিয়ান এমবাপে। এমনকি এ মৌসুমেই প্যারিস ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন এ তরুণ। কিন্তু এমনটা বিশ্বাস করেন না তার আর্জেন্টাইন সতীর্থ আনহেল দি মারিয়া। কারণ বর্তমান পিএসজির চেয়ে ভালো দল আর কোথাও এ ফরাসি পাবেন না বলেই মনে করেন তিনি।
দুদিন আগেই বিশ্বকে অবাক করে দিয়ে লিওলেন মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি। আর নেইমার তো আছেনই। তাই এমবাপেকে নিয়ে তাদের আক্রমণ ত্রয়ী নিঃসন্দেহে সময়ের সেরা। মাঠে দারুণ কিছু করতে পারলে হয়তো ইতিহাসের সেরাও হতে পারে এ ত্রয়ী। তাই এমন একটি আক্রমণ ভাগ রেখে এমবাপে অন্য কোনো দলে যাবেন বলে বিশ্বাস করেন দি মারিয়া।
তবে শুধু যে আক্রমণ ভাগের শক্তিই বেড়েছে এমন নয়। অন্যতম সেরা ডিফেন্ডার রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্জিও রামোসকে দলভুক্ত করেছে তারা। আরেক তরুণ আশরাফ হাকিমি সময়ের অন্যতম সেরা রাইটব্যাক। তাকেও ইন্টার থেকে দলে টেনেছে তারা। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমাকেও পেয়েছেন বিনে পয়সায়। উইনালদামকে মাঝ মাঠের শক্তিও বেড়েছে।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর্জেন্টাইন এমবাপের দল বদল প্রসঙ্গে বলেছেন, 'এমবাপে? আমার মনে হয় সে থাকছে। এটা স্পষ্ট যে ওর মতো একজন খেলোয়াড়কে সব বড় দলই চায়। কিন্তু ও এখন যে দলের সঙ্গে আছে সেটা পিএসজি। আমি মনে করি না ও চলে যাবে। আমার মনে হয় না ও এরচেয়ে ভালো দল কোথাও পাবে।'
সব মিলিয়ে দারুণ খুশি দি মারিয়া। যে স্বপ্নের মতোই সব হয়ে যাচ্ছে। তাই নিজের উচ্ছ্বাসটা গোপন করতে পারেননি এ উইঙ্গার, 'আমি অনেক বেশি খুশি। আমি যা স্বপ্ন দেখতাম তা এক মাসে ঘটে গেল। মেসির সঙ্গে একই দলে খেলতে পারলাম এবং কোপাও (আমেরিকা) জিতে গেলাম। এটাই আমি সবসময় চেয়েছি।'
Comments