এরিকসেনের সঙ্গে চুক্তি বাতিল করল ইন্টার

ইতালিয়ান আইন অনুযায়ী, পথটা বন্ধ হয়ে গিয়েছিল আগেই। ইতালিতে খেলার কোনো উপায় ছিল না ক্রিস্তিয়ান এরিকসেনের। শেষ পর্যন্ত এ ডেনিশ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি বাতিল করেছে ইন্টার মিলান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
বিবৃতিতে তারা লিখেছে, 'ইন্টার মিলান নিশ্চিত করছে যে দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় ক্রিস্তিয়ান এরিকসেনের চুক্তি বাতিল করার জন্য একটি চুক্তি হয়েছে। ক্লাব এবং পুরো নেরাজ্জুরি পরিবারের পক্ষ থেকে ক্রিস্তিয়ানকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা।'
কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর কোনো ফুটবলারের ক্লাব কিংবা আন্তর্জাতিক স্তরে খেলার অনুমতি নেই ইতালিতে। সেই নিয়ম অনুযায়ী ইন্টার মিলানে আর ফেরা হলো না এরিকসেনের। অথচ সপ্তাহ দুই আগেই ফুটবলে ফেরার নেশায় নিজের পুরনো ক্লাব বোল্ডক্লুবের হয়ে অনুশীলনে ফিরেছিলেন তিনি।
গত ২০ বছরেরও বেশি সময় ধরে ইতালিতে এই আইন চালু রয়েছে। কার্ডিয়াক সমস্যা থাকলে ইতালির প্রশাসন কাউকে মাঠে নামতে দেয় না। মূলত মাঠে প্রাণহানি কমাতে এমন আইন করে তারা। আর এই নিয়মে বেশ সাফল্যও পেয়েছে দেশটি। আগের চেয়ে মাঠে প্রাণহানির ঘটনা কমেছে তিন শতাংশ।
গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের ম্যাচের ৪৩তম মিনিটে হাঁটতে হাঁটতে আচমকা পড়ে যান এরিকসেন। প্রথমে মাঠে চিকিৎসা চলে তার। পিসিআর দেওয়া হয় তাকে। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। অবস্থা খারাপ হতে থাকায় অক্সিজেন মাস্ক পরিয়ে ২৯ বছর বয়সী এই তারকাকে নেওয়া হয় হাসপাতালে। পরে জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার।
২০২০ সালের জানুয়ারির ট্রান্সফারে টটেনহ্যাম হটস্পার্স থেকে ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এরিকসেন দলে টেনেছিল ইন্টার। ক্লাবটির হয়ে খেলেছেন ৬০টি ম্যাচ এ ডেনিশ তারকা। তাতে গোল দিয়েছেন ৬টি।
Comments