এলেঙ্গার গোলে হার এড়াল ইউনাইটেড

ভাগ্যটা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেই ছিল। দুই অর্ধের শেষ দিকে অ্যাতোলেতিকো মাদ্রিদের দুই দুইটি শট ফিরে আসল বারপোস্টে লেগে। তাতে মাদ্রিদের মাঠ থেকে মূল্যবান এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে রেড ডেভিলরা।
বুধবার রাতে স্তাদিও ওয়ান্দা মেত্রোপলিতানোতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধের শুরুতে জোয়াও ফিলিক্সের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে অ্যান্থনি এলেঙ্গার গোলে সমতায় ফেরে রালফ রাংনিকের দল।
তবে এদিন মাঝ মাঠের দখল ইউনাইটেডেরই। ৬৩ শতাংশ সময় বল পায়ে ছিল তাদের। কিন্তু সে তুলনায় সাঁড়াশি আক্রমণ চালাতে পারেনি দলটি। ৭টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে অ্যাতলেতিকো শট নেয় ১৩টি। তবে লক্ষ্যে রাখতে পেরেছেন মাত্র ১টি।
এদিন ম্যাচে সবার দৃষ্টি ছিল ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে। কারণ অ্যাতলেতিকোর বিপক্ষে বরাবরই সফল এ পর্তুগিজ তারকা। মূলত রোনালদোর কারণেই চ্যাম্পিয়ন্স লিগে এখনও শিরোপার মুখ দেখেনি দলটি। তবে এদিন কিছু করতে পারেননি এ তারকা। তবে সুযোগটা থাকছে তার কাছে। ঘরের মাঠে দ্বিতীয় লেগেই হবে ফয়সালা।
অবশ্য দুটি ভালো সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে ভালো শট নিতে পারেননি। ৩৭তম মিনিটে তার দূরপাল্লার শট লক্ষ্যে থাকেনি। আর ৭৯তম মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ফ্রিকিক নিয়ে উড়িয়ে মারেন পাঁচ বারের ব্যলন ডি'অর জয়ী এ তারকা।
এদিন ম্যাচের সপ্তম মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। কর্নার থেকে বল পেয়ে বাঁ প্রান্তে বল পেয়ে যান রেনান লোদি। এক খেলোয়াড়কে কাটিয়ে জোয়াও ফেলিক্সকে উদ্দেশ্য করে দারুণ এক ক্রস দেন তিনি। তার চেয়ে দারুণভাবে ঝাঁপিয়ে জোরালো হেডে বল জালে পাঠান এ পর্তুগিজ তারকা।
ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পেয়েছেন ফেলিক্স। ২৭তম মিনিটে ভালো ভলি নিতে পারলে গোল পেতে পারতেন তিনি। ৩৩তম মিনিটে হেক্তর এরেরার ক্রস থেকে বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে কোণাকোণি শট নিয়েছিলেন লোদি। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষ মুহূর্তে তো বড় বাঁচা বেচে যায় ইউনাইটেড। লোদির আরও একটি অসাধারণ ক্রসে ভালো হেড নিয়েছিলেন সিমি ভ্রাসালিকো। কিন্তু দুর্ভাগ্য এ ক্রোয়েশিয়ান ডিফেন্ডারের। বারপোস্টে লেগে ফিরে আসে বল। ৬১ মিনিটে তো সুবর্ণ সুযোগ নষ্ট করেন কোরেয়া। ফাঁকায় বল পেয়ে শট নিতে দেরি করে ফেলেন তিনি।
৮০তম মিনিটে সমতায় ফেরে ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের নিখুঁত পাস ধরে ডান প্রান্ত থেকে দারুণ এক কোণাকোণি শটে বল জালে পাঠান পাঁচ মিনিট আগেই মার্কাস রাশফোর্ডের জায়গায় বদলি নামা এলেঙ্গা।
সাত মিনিট পর ফের লিড পেতে পারতো অ্যাতলেতিকো। কর্নার থেকে বল পেয়ে ফাঁকায় বদলি খেলোয়াড় আতোঁয়ান গ্রিজমানকে দিয়েছিলেন মার্কোস লোরেন্তে। ভালো ভলি নিয়েছিলেন এ গ্রিজমান। কিন্তু বারপোস্টে লেগে ফিরে আসলে হতাশ বাড়ে দলটি। ম্যাচের শেষ মুহূর্তে দূর থেকে চেষ্টা করেছিলেন ফ্রেদ। তবে ঝাঁপিয়ে তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক জন ওবলাক।
দিনের অপর ম্যাচে বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করেছে আয়াক্স।
Comments