করোনাভাইরাসে আক্রান্ত রিয়ালের মার্সেলো-মদ্রিচ

ফুটবল বিশ্বে ক্রমেই ফের ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। ইংলিশ প্রিমিয়ার লিগে তো বেশ কিছু ম্যাচ স্থগিতই হয়ে গেছে এ কারণে। স্প্যানিশ লা লিগাতেও ফের হানা দিয়েছে করোনাভাইরাস। এবার করোনাভাইরাস পজিটিভ এসেছেন রিয়াল মাদ্রিদের অন্যতম তারকা খেলোয়াড় লুকা মদ্রিচ ও মার্সেলো।
স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ী, বর্তমানে আইসোলেশনে রয়েছেন রিয়ালের এ দুই খেলোয়াড়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ।
আগামী ১০ দিন আইসোলেশনে থাকতে হবে এ দুই খেলোয়াড়কে। যে কারণে রোববার কাদিজের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে স্বাভাবিকভাবেই থাকছেন না তারা। মাদ্রিদের কোভিড প্রোটোকল অনুযায়ী, টিকা দেওয়া থাকলেও পজিটিভ এলে ১০ দিন আইসোলেশনে থাকতেই হবে তাদের।
সম্প্রতি রিয়ালের বাস্কেটবল বিভাগেও বেশ কয়েকজনের কোভিড-১৯ পজিটিভ ফল পাওয়া যায়। বিশেষ করে কোচ পাবলো লাসো এবং ফরাসি পয়েন্ট গার্ড তমাস হিউরতেল ছিলেন এ তালিকায়। যে কারণে মঙ্গলবার আলবা বার্লিনের বিপক্ষে ইউরো লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন তারা।
সংবাদটি নিঃসন্দেহে পুরো রিয়াল মাদ্রিদ স্কোয়াডের জন্য বড় সতর্ক বার্তা। সামনেই গুরুত্বপূর্ণ ম্যাচে রয়েছে তাদের। তবে ভালদেবেবাসে যতটা সম্ভব সংক্রামক এবং সংক্রমণ এড়াতে সমস্ত কোভিড প্রোটোকল বজায় রেখে ব্যবস্থা নেওয়া হয়েছে।
নতুন মৌসুমে কোভিড সমস্যা থেকে মুক্ত ছিল রিয়াল। সবশেষ গত জুলাইয়ে করিম বেনজেমা, ডেভিড আলাবা এবং আলভারো ওদ্রিওজোলার পজিটিভ হয়েছিলেন। তবে কোনো সমস্যা ছাড়াই তা কাতিতে ওঠেন তারা।
এ দুই খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় তাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া সকলের সহ সমস্ত খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মধ্যে কেউ পজিটিভ আছেন কি-না যাচাই করতে নতুন পিসিআর পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
Comments