ডি ইয়ংয়ের বিনিময়ে ১০০ মিলিয়ন ইউরো চায় বার্সা

আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আসছেন এরিক টেন হাগ। নতুন ক্লাবে বার্সেলোনার ডাচ তারকা ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে নিয়ে পরিকল্পনা সাজাতে চান তিনি। ২৫ বছর বয়সী এ মিডফিল্ডারকে কিনতে এরমধ্যেই চেষ্টা চালাচ্ছে তারা। তবে তাকে পেতে হলে ১০০ মিলিয়ন খরচ করতে হবে ইংলিশ ক্লাবটিকে। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত।

শুধু যে ইউনাইটেডই যে ডি ইয়ংকে চাইছে এমন নয়, তাদের নগর প্রতিদ্বন্দ্বী ক্লাব ম্যানচেস্টার সিটির আগ্রহেও আছেন এ ডাচ তরুণ। যদিও তাকে ছাড়তে চায় না বার্সেলোনা। ডি ইয়ংও ক্লাব ছাড়তে নারাজ। কোচ জাভি হার্নান্দেজের পরিকল্পনায় খুব ভালোভাবেই আছেন ডি ইয়ং। তবে ভালো প্রস্তাব পেলে ভেবে দেখবে ক্লাব কর্তৃপক্ষ।

স্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, দিন দশেক আগেই বার্সার সঙ্গে যোগাযোগ করেছে ইউনাইটেড।  আলোচনা অবশ্য খুব বেশি দূর আগায়নি। বর্তমান বাজার অনুযায়ী ডি ইয়ংয়ের জন্য কমপক্ষে ১০০ মিলিয়ন ইউরো চায় তারা। ২০১৯ সালে আয়াক্স থেকে ৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনে আনে বার্সা। তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৪০০ মিলিয়ন ইউরো।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন কাতালান ক্লাবটির সঙ্গে আলোচনা করেছে ম্যানইউ। তবে আলোচনা প্রাথমিক পর্যায়েই রয়েছে। যদিও তার ধারণা ৭০ মিলিয়ন ইউরো পেলেই তাকে ছেড়ে দিবে বার্সা। প্রায় একই তথ্য দিয়েছে মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কাও।

এদিকে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল জানিয়েছে, ৬০ মিলিয়ন ইউরো পেলেই ডি ইয়ংকে বিক্রি করবে বার্সেলোনা। মূলত ডি ইয়ংয়ের বার্ষিক ১২ মিলিয়ন ইউরোর বেতন থেকে মুক্তি পেতেই ক্লাবটি এমন সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে ওয়েবসাইটটি। বার্সেলোনার সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এ ডাচ তরুণের। 

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

3h ago