তাহলে দেম্বেলেকে আরও সুযোগ দিচ্ছেন জাভি!

ousmane dembele
ছবি: এএফপি

'হয় নতুন চুক্তিতে স্বাক্ষর কর, না হয় বিদায় হও।' জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে উসমান দেম্বেলেকে এমনটাই বলে দিয়েছিল বার্সেলোনা। অন্যথায় মৌসুমের বাকি সময় বসেই কাটাতে হবে বলে হুমকি দিয়েছিল তারা। কোচ জাভি হার্নান্দেজও বলেছিলেন একই কথা। কিন্তু কদিন না যেতেই সূর নরম হয়েছে তাদের। দলের প্রয়োজনে দেম্বেলেকে খেলাতে কোনো আপত্তি নেই কোচের।

মৌসুমে এখন পর্যন্ত কঠিন সময় পার করছে বার্সেলোনা। লা লিগার সেরা চারে নেই ক্লাবটি। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা রয়েছে শঙ্কায়। চলতি মৌসুমে এরই মধ্যে এ আসর থেকে বিদায় নিয়েছে দলটি। খেলতে হবে ইউরোপা লিগে। তাই ক্লাবের কঠিন এ সময়ে তার সাহায্য নিবেন বলেই জানিয়েছেন জাভি।

রোববার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এ ম্যাচে দেম্বেলেকে খেলানোর ব্যাপারে ক্লাবের পক্ষ থেকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জাভি, 'আমরা দেম্বেলের পরিস্থিতির কোনো সমাধান পাইনি। এক মাস আগে পরিস্থিতি একরকম ছিল এবং এখন অন্যরকম। সে ক্লাব ও স্কোয়াডের অংশ, তার একটি চুক্তি রয়েছে।'

'সভাপতি, বোর্ড ও টেকনিক‍্যাল সেক্রেটারির সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেমনটা আমরা আগেও বলেছিলাম, চুক্তি নবায়ন করুক বা ক্লাব ছাড়ুক সে এখনও স্কোয়াডের অংশ এবং তাকে (না খেলিয়ে) আমরা নিজেদের পায়ে কুড়াল মারতে পারি না।' -যোগ করেন জাভি।

আগামী জুনেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দেম্বেলের। যদিও অনেক দিন থেকেই তার সঙ্গে নতুন চুক্তির চেষ্টা করে যাচ্ছে ক্লাবটি। কিন্তু লাভ হয়নি। দ্বিগুণ বেতন চেয়েছেন এ ফরাসি। অন্যদিকে বার্সা চায় ক্লাবের দুরবস্থায় তার বেতন কমাতে। কিন্তু কোনো পক্ষ ছাড় না দেওয়ায় শেষ পর্যন্ত 'ফ্রি এজেন্ট' হয়ে যাচ্ছেন দেম্বেলে।

তবে তাকে মাঠে নামানোর আগে দেম্বেলে নতুন চুক্তি করলে খুশি হতেন এ কোচ, 'আমাদের তাকে ব্যবহার করতে হবে, সে আমাদের সাহায্য করতে পারে। সে খুব পেশাদার। এটা (দেম্বেলেকে খেলানো) ক্লাবের সিদ্ধান্ত এবং যখন প্রয়োজন মনে হবে তখন তাকে আমি ব্যবহার করব।… সে চুক্তি নবায়ন করলে আমরা খুশি হতাম।'

ক্লাবের এমন দুরবস্থায় চুক্তি নবায়ন না করায় জনপ্রিয়তা হারিয়েছে দেম্বেলে। এমনকি সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। তারও নিজেদের স্বার্থে ভক্তদের সমর্থন চাইছেন জাভি, 'আমি সবার অবস্থান বুঝতে পারছি, এমনকি ভক্তদেরও যারা দেম্বেলের আচরণে আঘাত পেয়েছে। (আশা করি) ভক্তরা সমর্থন জানাবে। আমি বুঝতে পারছি, দেম্বেলের আচরণে সমর্থকদের অনেকেই ক্ষিপ্ত ও কষ্ট পেয়েছে। সে সবসময়ই দারুণ পেশাদার এবং স্কোয়াডের অন্যান্য খেলোয়াড়দের মতো সেও দলের অংশ।'

Comments

The Daily Star  | English

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

8h ago