তিন ঘণ্টা খেললেও গোল পেতাম না: পিকে

প্রথমার্ধেই দুটি গোল হজম করে বার্সেলোনা। শেষ পর্যন্ত সেই দুই গোলই হয় পার্থক্য। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরানো তো দূরের কথা ব্যবধানও কমাতে পারেনি দলটি। জমাট কোনো আক্রমণই করতে পারেনি। ম্যাচের পরিস্থিতি এতোটাই বাজে ছিল যে জেরার্দ পিকের মনে হয়েছে তিন ঘণ্টা সময় পেলেও গোল পেতেন না তারা।
শনিবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোতে লা লিগার ম্যাচে বার্সেলোনাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। অ্যাতলেতিকোর হয়ে গোল দুটি গোল করেছেন থমাস লেমার ও সাবেক বার্সেলোনা তারকা সুয়ারেজ।
লা লিগায় সময়টা খারাপ গেলেও অন্তত অপরাজিত ছিল বার্সেলোনা। এদিন সে স্বাদটা তাদের দিল অ্যাতলেতিকো। তবে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে তিনটি ম্যাচ হেরেছে রোনাল্ড কোম্যানের দল। বাকি দুটি চ্যাম্পিয়ন্স লিগে। যে তিনটি ম্যাচ হেরেছে বার্সেলোনা, সেখানে গোল হজম করেছে আটটি। বিপরীতে করতে পারেনি একটিও!
সবমিলিয়ে রীতিমতো দুঃস্বপ্নের মধ্যেই আছে বার্সেলোনা। ম্যাচ শেষে পিকে বলেন, 'আমরা শুরুটা ভালো করেছিলাম। তাদের সঙ্গে সমান তালেই লড়েছি। সাহসী ছিলাম। কিন্তু (পরে) তারা এগিয়ে গেল। অল্প ব্যবধানে ওরা দুটি গোল করেছে। এরপর থেকে... এভাবে আমরা তিন ঘণ্টা খেললেও গোল পেতাম না।'
দলের অসহায়ত্বই তুলে ধরলেন এ ডিফেন্ডার, 'পরিস্থিতি কঠিন। খুব জটিল। সত্যি বলতে আমরা ভুগছি। আমাদের লড়াই করতে হবে, কাজ করতে হবে, বিশ্রাম নিতে হবে এবং শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।'
এদিন ম্যাচে প্রথম গোল হজমের পর সতীর্থ অধিনায়ক সের্জিও বুসকেতসের সঙ্গে বাক বিতণ্ডা হয় পিকের। দুই অভিজ্ঞ ফুটবলারকে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে। এ বিষয়টি উঠে আসে সংবাদ সম্মেলনেও। পিকে জবাব, 'লেমার কেড়ে নিল, ফেলিক্স বল ধরল এবং আরাহো তখন ফাঁকা জায়গা বানিয়ে দিয়ে দৌড়চ্ছিল। এভাবে গোল হজমের কোনো মানে হয় না। ওদের দুইটা গোলই প্রায় একই রকম ছিল। আমরা এটা নিয়ে কথা বলছিলাম, যে এভাবে কেউ গোল খায় না।'
Comments