দি মারিয়াকে আর্জেন্টাইন ক্লাবে ফেরাবেন তেভেজ!

দুই সপ্তাহ আগেও ছিলেন পেশাদার ফুটবলার। হুট করেই ফুটবল ছেড়ে কোচ বনে গেলেন কার্লোস তেভেজ। তাও আবার লিওনেল মেসি, আনহেল দি মারিয়াদের শহরের ক্লাব রোজারিও সেন্ত্রালের। আর কোচ হয়েই দি মারিয়াকে ফিরিয়ে আনার চেষ্টায় নামবেন বলে অঙ্গীকার করেছেন তিনি।

কোচ হওয়ার গুঞ্জনটা অবশ্য আগেই ছিল। রোজারিওর ক্লাব কর্তারা অনেক দিন থেকেই চাইছিলেন তেভেজকে। তবে গতকাল মঙ্গলবার আসে আনুষ্ঠানিক ঘোষণা। আপাতত এক বছরের চুক্তি হয়েছে দুই পক্ষের মধ্যে।

এদিকে রোজারিওতে ফেরার গুঞ্জন রয়েছে দি মারিয়ারও। ক্যারিয়ারের শেষটা নিজ দেশে করতে চান। তাও শৈশবের ক্লাব রোজারিওতেই। তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না ফরাসি ক্লাব পিএসজি। ফলে জুনের শেষেই ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তিনি। তবে তাকে শীর্ষ পর্যায়ে খেলার প্রস্তাব দিয়েছে বেশ কিছু ক্লাবই। জুভেন্টাস, বার্সেলোনা, বেনফিকার মতো ক্লাবগুলো তাকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তবে দি মারিয়াকে ফিরিয়ে আনতে চেষ্টা চালাবেন বলে জানান তেভেজও, 'আমি ওর (আনহেল দি মারিয়া) সঙ্গে এখনও কথা বলতে পারিনি। তবে আমি ওকে চাই। কে না ওকে পছন্দ করবে? আমি জানি ও এই ক্লাবের কী। যখন সময়ে হবে আমি ওকে ফোন করব। জানতে চাইব ও কি চায়। আমরা সবাই তার ব্যাপারে জানি। সে দারুণ ইতিবাচক এবং অভিজ্ঞ একজন খেলোয়াড়।'

খেলোয়াড়ি জীবনের মতো কোচ হিসেবেও সফল হত চান তিনি, 'আমি আমার প্রথম চ্যালেঞ্জটা রোজারিও সেন্ত্রালেই নিচ্ছি এখানকার মানুষের জন্য। অনেক ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে, কিন্তু রোজারিওর মধ্যে সেই ব্যাপারটা আছে। যদি আমরা ঠিকঠাক কাজ করি, তাহলে অনেক শোরগোল ফেলে দিতে পারব, অনেক ইতিহাস গড়তে পারব।'

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago