'নিঃসন্দেহে কোর্তোয়া ইউরোপের সেরা গোলরক্ষক'

ছবি: টুইটার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নজরকাড়া নৈপুণ্যে দেখিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদের এই তারকা বেলজিয়ান গোলরক্ষকের বন্দনায় এবার যুক্ত হলেন জিয়ানলুইজি দোন্নারুমা। পিএসজির এই গোলরক্ষকের মতে, গোলপোস্টের নিচে কোর্তোয়াই বর্তমানে ইউরোপের সেরা।

গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ইতালির হয়ে দোন্নারুমার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। পুরো আসরে মাত্র চারটি গোল হজম করার পাশাপাশি তিনটি ক্লিনশিট রেখেছিলেন তিনি। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল অতিরিক্ত সময় পর্যন্ত ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে নায়ক বনে গিয়েছিলেন দোন্নারুমা। ইংল্যান্ডের দুটি পেনাল্টি ঠেকিয়ে আজ্জুরিদের চ্যাম্পিয়ন করেছিলেন তিনি।

গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ২০২০ ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন দোন্নারুমা। সেই তিনি এবার কোর্তোয়াকে দিচ্ছেন সেরার তকমা। আর তা দেবেনই না বা কেন? গত শনিবার প্যারিসে লিভারপুলের বিপক্ষে নয়টি সেভ করেন কোর্তোয়া। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ২০০৩-০৪ মৌসুমের পর যা কোনো গোলরক্ষকের সর্বোচ্চ সেভের রেকর্ড।

সব মিলিয়ে রিয়ালের গোলমুখে ২৪টি শট নেন মোহামেদ সালাহ-সাদিও মানেরা। নয়টি লক্ষ্যে থাকলেও কোর্তোয়ার নিরেট গ্লাভস এড়িয়ে কোনোটিই খুঁজে পায়নি জালের ঠিকানা। ফাইনালের ৫৯তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাস থেকে রিয়ালের পক্ষে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। তবে কোচ কার্লো আনচেলত্তির দলের জয়ের মূল কৃতিত্ব ম্যাচসেরা হওয়া কোর্তোয়ার।

সোমবার এক সংবাদ সম্মেলনে দোন্নারুমা বলেছেন, ইউরোপের গোলরক্ষকদের মধ্যে কোর্তোয়ার অবস্থান এখন চূড়ায়, 'সে ইউরোপের সেরা গোলরক্ষক, কোনো সন্দেহ নেই। আমি খেলাটা দেখেছি। সে অসাধারণ একটি ম্যাচ খেলেছে। সে দারুণ সব সেভ করেছে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদকে অটল রেখেছিল।'

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পিএসজি হেরেছিল স্প্যানিশ পরাশক্তি রিয়ালের কাছে। সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে করিম বেনজেমার অবিশ্বাস্য হ্যাটট্রিকে আসর থেকে বিদায় নিতে হয়েছিল ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীদের। সেই দুঃসহ স্মৃতি নিয়ে রসিকতাও করেছেন দোন্নারুমা, '(রিয়ালের বদলে) আমরা হয়তো সেখানে (ফাইনালে) থাকতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটাই হলো ফুটবল।'

Comments

The Daily Star  | English

Rizvi voices concern over corruption allegations against advisers

He said the students should have exercised greater caution upon becoming part of the government and holding power

8m ago