পর্তুগাল জেতায় বেশি খুশি রোনালদো

নির্ধারিত সময়ের খেলায় প্রায় শেষ। মিনিট খানেক বাকি। তখন পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে পর্তুগাল। মনে হচ্ছিল বিশ্বকাপ বাছাই পর্বের এ ম্যাচটি হারতে যাচ্ছে তারা। কিন্তু তখনই জাদু দেখানো শুরু করলেন সময়ের অন্যতম সেরা তারকা রোনালদো। করলেন জোড়া গোল। গড়লেন নতুন ইতিহাস। দল পেল দারুণ এক জয়। আর তাতেই দারুণ তৃপ্ত পর্তুগিজ অধিনায়ক।
বুধবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ঘরের মাঠে 'এ' গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে পর্তুগিজরা।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকার দিতে এসেছিলেন রোনালদো। সেখানে নিজের উচ্ছ্বাস গোপন করতে পারেননি তিনি। উচ্ছ্বাসটা এতোই বেশি ছিল যা মাত্র দুটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সেখান থেকে গিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন করতে তর সইছিল না তার।
ইতিহাসের সেরা আন্তর্জাতিক গোলদাতা হওয়ার পর তার অনুভূতি জানতে চাইলে এ পর্তুগিজ তারকা বলেন, 'আমি খুবই খুশি। আমি রেকর্ড গড়েছি শুধু মাত্র এ কারণে নয়, ম্যাচের শেষ দিকে দুটি গোল, যে দারুণ মুহূর্ত পেয়েছি তার জন্যও।'
অথচ এ ম্যাচে ভিলেন বনে যেতে পারতেন রোনালদো। ম্যাচের ১৫তম মিনিটে দলকে এগিয়ে দেওয়ার সুযোগ মিস করেন তিনি। পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন এ তারকা। যার খেসারৎ প্রায় দিতে যাচ্ছিল দলটি। কিন্তু রোনালদোর ঝলকেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
আর ম্যাচে পেনাল্টি মিস স্বাভাবিক বলেই মনে করেন এ পর্তুগিজ। গোল পাবেন এমন বিশ্বাস শেষ পর্যন্ত রেখেছিলেন এ তারকা, '(পেনাল্টি মিস) খেলার একটি অংশ, আপনার কাজের একটি অংশ। কখনো আপনি স্কোর করবেন, আবার কখনো আপনি ভুল করবেন। তবে আমি ম্যাচের শেষ পর্যন্ত বিশ্বাস রেখেছিলাম।'
আগের দিন আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু আন্তর্জাতিক ম্যাচের ইতিহাসের সেরা গোলদাতা হননি রোনালদো, একই সঙ্গে ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে স্পেনের সের্জিও রামোসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন। দুইজনই ম্যাচ খেলেছেন ১৮০টী করে।
Comments