পিএসজির জার্সিতে অভিষেকের খুব কাছে রামোস

রিয়াল মাদ্রিদ ছেড়ে সার্জিও রামোসের পিএসজিতে যোগ দেওয়ার তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু চোটের কারণে এখনও দলটির হয়ে খেলতে নামতে পারেননি তিনি। তবে ফুটবলপ্রেমীদের জন্য আশার খবর হলো, সেরে উঠে পুরোদমে অনুশীলন শুরু করেছেন স্পেনের এই তারকা ডিফেন্ডার। তাই শিগগিরই ফরাসি ক্লাবটির জার্সিতে অভিষেক হতে পারে তার।
গত জুলাইতে গুঞ্জন সত্যি করে বিনা ট্রান্সফার ফিতে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন ৩৫ বছর বয়সী রামোস। পার্ক দে প্রিন্সেসের দলটিতে আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত খেলবেন তিনি। রিয়াল ছাড়ার আগ থেকেই তার প্যারিসে যাওয়া নিয়ে জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। চুক্তি নবায়ন নিয়ে বনিবনা না হওয়ায় নিজ দেশের সফলতম ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়েছিল বিশ্বকাপ জয়ী এই ফুটবলারকে।
চোটের কারণে গত মৌসুমের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল রামোসকে। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা স্পেন দলে ছিলেন না তিনি। চলতি মৌসুমের শুরুতেও চোটের কবলে পড়তে হয় রামোসকে। পায়ের গোড়ালির উপরের অংশে পাওয়া চোট বেশ ভুগিয়েছে তাকে।
মঙ্গলবার ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা অবশ্য দিয়েছে সুখবর। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন রামোস। তার ফিটনেস ও অনুশীলন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে পিএসজির মেডিকেল স্টাফরা। তারা রামোসকে মাঠে নামানোর ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলটির কোচ মরিসিও পচেত্তিনো।
আগামী শুক্রবার রাতে ফরাসি লিগ ওয়ানে অ্যাজারের মুখোমুখি হবে পিএসজি। ওই ম্যাচেই নতুন ক্লাবের জার্সিতে প্রথমবারের মতো খেলতে দেখা যেতে পারে রামোসকে। চলমান আন্তর্জাতিক বিরতি পচেত্তিনোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রাখবে। তিনি চাইবেন, বিভিন্ন জাতীয় দলের হয়ে খেলা ফুটবলারদের বিশ্রাম দিতে। সেক্ষেত্রে রামোস মূল একাদশে থাকার বিবেচনাতেও আসতে পারেন।
Comments