পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তিতে মেসি?

লিওনেল মেসি বার্সেলোনাকে বিদায় বলে দেওয়ার পর থেকেই জল্পনা-কল্পনার পালে লেগেছে জোর হাওয়া। তাহলে কি প্যারিস সেইন্ট জার্মেইতেই (পিএসজি) যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা? ফরাসি ক্লাবটির ভক্ত-সমর্থকরা ইতোমধ্যে তাকে বরণ করার প্রস্তুতি নিয়ে চূড়ান্ত ঘোষণার প্রতীক্ষায় আছেন। গত দুদিন ধরে প্যারিস বিমানবন্দরে উৎসবের আমেজে জড়ো হয়েছেন হাজারো মানুষ। শুধু তাদের নয়, গোটা ফুটবল দুনিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন মেসি ও পিএসজি।
এমনই রোমাঞ্চ জাগানো যখন পরিস্থিতি, তখন মঙ্গলবার ফরাসি সংবাদমাধ্যম লেকিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। দুই বছরের চুক্তিতে পিএসজিতে পাড়ি জমাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মেসি। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই মেসি প্যারিসে যাবেন।
পিএসজির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি। তবে লেকিপের সুরে ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কাও জানিয়েছে, পার্ক দে প্রিন্সেসের দলটির সঙ্গে চুক্তি করতে সম্মত হয়েছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী মেসি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, কর পরিশোধ করার পর বছরে ২৫ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। সঙ্গে অন্যান্য বোনাস তো থাকছেই।
গত ৩০ জুন মেসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় স্প্যানিশ ক্লাব বার্সার। পরবর্তীতে নতুন চুক্তির বিষয়ে আলোচনা ঠিকমতোই এগোচ্ছিল। যেখানে জীবনের ২১টি বছর মেসি কাটিয়ে দিয়েছেন, সেই ক্যাম্প ন্যুতে থেকে যেতে বেতন ৫০ শতাংশ কমাতেও সম্মত হয়েছিলেন তিনি। কিন্তু বাধ সাধে লা লিগার আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতা। দেনায় জর্জরিত বার্সার সঙ্গে সমঝোতায় পৌঁছেও তাই চুক্তি সম্পন্ন করতে পারেননি মেসি। ফলে গত বৃহস্পতিবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে নিজেদের ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে বিচ্ছেদের খবর জানায় কাতালানরা।
এরপর গত রোববার মেসিকে বিদায় জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বার্সেলোনা। সংবাদ সম্মেলন কক্ষে ঢুকতে না ঢুকতেই চোখের জলে ভাসেন মেসি। আবেগ ধরে রাখতে না পেরে পরেও তিনি কাঁদেন অঝোরে। বিদায়বেলায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'আমি বার্সেলোনায় থাকার ব্যাপারে নিশ্চিত ছিলাম। এটা আমার বাড়ি, আমাদের বাড়ি। আমি বার্সায় থাকতে চেয়েছিলাম এবং এটিই ছিল পরিকল্পনা... এবং এখানে আমার সারা জীবন কাটিয়ে দেওয়ার পর আজ আমাকে বিদায় জানাতে হচ্ছে।'
উল্লেখ্য, পিএসজিতে আছেন মেসির বন্ধু ও বার্সেলোনার সাবেক ব্রাজিলিয়ান তারকা নেইমার। দলটির শক্তিশালী আক্রমণভাগের আরেক গুরুত্বপূর্ণ সদস্য হলেন বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। মেসির জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া, লিয়ান্দ্রো পারেদেস আর মাউরো ইকার্দিও খেলেন দলটিতে। কিছুদিন আগে সেখানে যোগ দিয়েছেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক ও স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস।
Comments