বাবার মৃত্যুকে কারণ দেখিয়ে ফুটবল থেকে অবসরে তেভেজ

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কার্লোস তেভেজ শেষবার খেলেছেন ২০১৫ সালে। ক্লাব পর্যায়ে বোকা জুনিয়র্সের জার্সিতে সবশেষ তাকে মাঠে দেখা গিয়েছিল প্রায় এক বছর আগে। এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে খেলার প্রস্তাবও এসেছিল তার কাছে। কিন্তু বাবার মৃত্যুর পর থেকে মানসিক স্বস্তি খুঁজে পাচ্ছেন না এই তারকা ফরোয়ার্ড। তাই ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন তিনি।
শুক্রবার আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তেকে দেওয়া সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দিয়েছেন তেভেজ। ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তিন দফায় স্বদেশি বিখ্যাত ক্লাব বোকায় খেলার পাশাপাশি ব্রাজিল, ইংল্যান্ড, ইতালি ও চীনের বিভিন্ন দলে দেখা গিয়েছিল তাকে।
'এল অ্যাপাচে' (গুণ্ডা) নামে পরিচিত তেভেজকে দত্তক নিয়েছিলেন খালা আদ্রিয়ানা মার্তিনেজ ও তার স্বামী সেগুন্দো রাইমুন্দো তেভেজ। সেসময় তার নামের পদবি পাল্টে ফেলা হয়। এর আগে তেভেজের নাম ছিল কার্লোস আলবার্তো মার্তিনেজ। তেভেজের দত্তক বাবা সেগুন্দো গত বছর মারা যান করোনাভাইরাস সংক্রান্ত জটিলতায়। তখন থেকেই ফুটবল খেলার আগ্রহ হারিয়ে ফেলেন তিনি। কারণ তেভেজের 'এক নম্বর ভক্ত' ছিলেন তার দত্তক বাবা।
অবসরের কারণ নিয়ে মুন্দো আলবিসেলেস্তেকে তেভেজ বলেছেন, 'আমি অবসর নিয়েছি। এটা নিশ্চিত। যুক্তরাষ্ট্র থেকেও আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু সব শেষ। আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি। গত বছর আমার পক্ষে খেলা খুব কঠিন ছিল। কিন্তু তারপরও আমি আমার বাবাকে দেখতে পেতাম। আমি খেলা ছেড়ে দিয়েছি কারণ, আমি আমার এক নম্বর ভক্তকে হারিয়ে ফেলেছি।'
সিনিয়র পর্যায়ে ২০ বছরের বর্ণাঢ্য ও ঘটনাবহুল ক্যারিয়ারে সাতটি ক্লাবের হয়ে খেলেছেন তেভেজ। ইংলিশ প্রিমিয়ার লিগের দুই নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। দুই ক্লাবের হয়েই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন তিনি। জুভেন্তাসের হয়ে দুবার ইতালিয়ান সিরি আতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন তেভেজ। এছাড়া, করিন্থিয়ান্স, ওয়েস্টহ্যাম ইউনাইটেড ও সাংহাই শেনহুয়ার জার্সিতে দেখা গেছে তাকে।
২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন তেভেজ। আলবিসেলেস্তেদের হয়ে ৭৬ ম্যাচে ১৩ গোল রয়েছে তার নামের পাশে। দক্ষিণ আমেরিকা ও ইউরোপের মহাদেশীয় ক্লাব প্রতিযোগিতার শিরোপা জেতা মাত্র চার আর্জেন্টাইনের একজন তেভেজ। ২০০৩ সালে বোকার হয়ে কোপা লিবার্তাদোরেস ও ২০০৭-০৮ মৌসুমে ইউনাইটেডের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি।
Comments