বার্সেলোনাকে লিডসের 'আল্টিমেটাম'

কিছুটা অধৈর্য হয়ে পড়েছে লিডস ইউনাইটেড। অনেক দিন থেকেই রাফিনহাকে পাওয়ার চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। কিন্তু দেন দরবার নিয়ে আলোচনা আটকে আছে এখনও। বার্সেলোনার প্রস্তাব পছন্দ নয় ক্লাবটির। তাই এ ট্রান্সফার যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে চায় ক্লাবটি। তাই বার্সেলোনাকে 'আল্টিমেটাম' দিয়েছে ইংলিশ ক্লাবটি।
চলতি মৌসুমে বার্সেলোনার অন্যতম লক্ষ্য রাফিনহা। ইংল্যান্ডে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে চুক্তিবদ্ধ করার জন্য আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে একটি চূড়ান্ত প্রস্তাব পেশ করার আহ্বান জানিয়েছে লিডস। এরমধ্যে না হলে বিকল্প চিন্তা করবে ক্লাবটি।
সাংবাদিক বেন জ্যাকবস নিয়মিত লিডসের নানা তথ্য জানিয়ে আসছেন। তিনি তার টুইটারে লিখেছেন, 'রাফিনহার বিষয়ে লিডসের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়নি বার্সেলোনার। হুয়ান লাপোর্তা নির্দিষ্ট কোনো ডেডলাইন জানায়নি। তবে আগামী বৃহস্পতিবারের মধ্যেই আলোচনা চূড়ান্ত করতে চায় লিডস। দ্রুত তার ভবিষ্যৎ সমাধান করতে চায় ক্লাবটি।'
স্কোয়াডকে শক্তিশালী করার উদ্দেশ্যে এবার রাফিনহার দিকে নজর দিয়েছিল বার্সেলোনা। বিশেষ করে ডান প্রান্তের শক্তি বাড়াতে চায় তারা। উসমান দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়ন করতে না পারায় এ চুক্তির গুরুত্ব আরও বেড়ে যায়। কিন্তু এখনও ঝুলে আছে বিষয়টি।
যদিও রাফিনহার সঙ্গে তার এজেন্ট ডেকোর মাধ্যমে একটি মৌখিক চুক্তি করেছে বার্সা। কিন্তু ইংলিশ দুটি ক্লাব মঞ্চে এসে ঝামেলা বাড়িয়েছে তাদের। বার্সেলোনার চেয়ে বড় প্রস্তাব দেয় চেলসি ও আর্সেনাল। যা ৭৫ মিলিয়ন ইউরোতে পৌঁছেছে বলে জানা গেছে। কিন্তু এই পরিমাণ অর্থ দিতে রাজি নয় কাতালান ক্লাবটি।
এদিকে ইংলিশ লিগের নতুন মৌসুমের জন্য দল গোছাতে ব্যস্ত লিডস। রাফিনহা যদি শেষ পর্যন্ত ক্লাব ছাড়েন তার জায়গায় খেলোয়াড় নিতে হবে তাদেরও। যদিও এরমধ্যেই তারা কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সিনিস্টেরাকে দলে টেনেছে তারা।
Comments