মাদ্রিদে সেই হারের তেতো স্বাদ এখনও অনুভব করেন মেসি

ঘরের মাঠে এক গোলের জয়ে এগিয়ে থেকেই মাদ্রিদে গিয়েছিল পিএসজি। বার্নাব্যুতে প্রথমার্ধেও কিলিয়ান এমবাপের গোলে লিড বাড়ায় আরও। কিন্তু দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ঝড়ে উলটপালট হয়ে যায় সব। দুর্দান্ত এক হ্যাটট্রিকে উল্টো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় দলটি। সেই হারের কথা এখনও ভুলতে পারেননি লিওনেল মেসি।
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লেখান এ আর্জেন্টাইন তারকা। নতুন ক্লাবে এখনও সে অর্থে নিজেকে মানিয়ে নিতে পারেননি। মূলত নিজের স্বাভাবিক শৈলী এখনও উপহার দিতে পারেননি প্যারিসে। অবশ্য লিগ ওয়ানের শিরোপা জিতেছেন তারা। আর এ শিরোপা জয়ে দারুণ উচ্ছ্বসিত মেসি।
আগের দিন চলতি মৌসুমের শেষ ম্যাচটি খেলেন মেসি। বড় জয়ে শেষ করার পর এদিন সামাজিকমাধ্যমে পোস্ট করে সতীর্থদের ধন্যবাদ জানান এ আর্জেন্টাইন, 'মৌসুম শেষ হয়ে গেছে। আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই, এখানে আসার পর থেকে সবসময় আমার এবং আমার পরিবারের সঙ্গে যেভাবে আচরণ করেছে এবং যেভাবে আমার দেখাশোনা ও সমর্থন করেছে তার জন্য।'
'এই বছর যা ঘটেছে তা আলাদা ছিল, কিন্তু, শেষ পর্যন্ত, আমরা লিগ শিরোপা জিতেছি, এবং প্যারিসে আমার প্রথম ট্রফি জেতায় এটা আমাকে খুব খুশি করেছে।'
তবে মেসিদের মূল লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স লিগ। সে লক্ষ্যে দারুণভাবেই এগিয়ে যাচ্ছিল তারা। কিন্তু রিয়াল মাদ্রিদের মাঠে তিক্ত হারে বিদায় নিতে হয় তাদের। সে হারের তেতো স্বাদ এখনও অনুভব করেন মেসি, 'আমরা এখনও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার তিক্ত স্বাদের কথা মনে আছে যেখানে আমরাই ভালো দল ছিলাম। কিন্তু, একই সঙ্গে আমি আরেকটি শিরোপা যোগ করার আনন্দের কথা মনে রাখতে চাই, যেটি অন্যতম একটি লক্ষ্য ছিল।'
আগামী মৌসুমে ভালো কিছুর প্রত্যাশা করে রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা আরও বলেন, 'আমি নিশ্চিত যে ২০২২ সালে ভালো জিনিস আসছে, এটি একটি গুরুত্বপূর্ণ বছর হবে এবং আমরা সব কিছু জয়ের জন্য উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে প্রতিযোগিতা করার জন্য লড়াই করব। শীঘ্রই আবার দেখা হবে!'
Comments