মেসিদের মোকাবেলা করতে ঝুঁকি নেবেন বেনজেমা!

রাতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে শক্তিশালী পিএসজির মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচে সবার দৃষ্টি থাকবে করিম বেনজেমার দিকেই। বেশ কিছু দিন ইনজুরির কারণে মাঠের রয়েছেন সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা এ খেলোয়াড়। গুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলবেন কি-না সে সিদ্ধান্ত এখনও নিতে পারেননি এ ফরাসি।
গত ২৩ জানুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে এলচের সঙ্গে ২-২ গোলে ড্র করার ম্যাচে পায়ের পেশিতে চোট পান বেনজেমা। এরপর তাকে ছাড়া অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় রিয়াল। এরপর গ্রানাডার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও ভিয়ারিয়ালের সঙ্গে ফের হোঁচট খায় তারা। এই পরিসংখ্যানই বলে দেয় রিয়ালের জন্য কতোটা গুরুত্বপূর্ণ তিনি।
তবে মাঠে ফেরার জন্য নিজের কাজটা চালিয়ে যাচ্ছেন বেনজেমা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমি অনেক সময় নিয়েই কাজ করেছি এবং আমি অনেক ভালো বোধ করছি। খেলতে পারব কি-না তা দেখার জন্য এখন আমাকে একটি সেশন অনুশীলন করতে হবে। তবে মাঠে থাকার অনুভূতি আমাকে আরও পেতে হবে।'
পিএসজির বিপক্ষে মাঠে নামার ইচ্ছা থেকেই ফ্রান্সে এসেছেন। তবে শতভাগ ফিট হলেই মাঠে নামবেন বেনজেমা, 'আমি সবসময় আমার দলের জন্য লড়াই করেছি, অন্যথায় আমি মাদ্রিদে থাকতাম। কিন্তু আমি আর ইনজুরিতে পড়তে চাই না। আমি অনুশীলনে দেখব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকভাবে শতভাগ ফিট হওয়া। আমাদের রিকোভার করতে হবে এবং অনুশীলনে দেখতে হবে, তারপর আগামীকালের (আজ) ম্যাচের জন্য সিদ্ধান্ত নেব।'
আর মাঠে নামতে পারলে নিজের সেরাটা দিয়েই খেলার অঙ্গীকার করলেন এ ফরাসি ফরোয়ার্ড, 'আপনি যখন মাঠের বাইরে থাকেন তখন এটা জটিল। আমি ফিটনেস ফিরে পেতে ভালদেবেবাসে এবং বাড়িতে কাজ করছি। আমার মাথায় আছে আমি প্রস্তুত, কিন্তু এখন আমাকে শারীরিকভাবেও হতে হবে। এটি একটি বড় ম্যাচ এবং যদি আমি কালকে (আজ) খেলতে পারি, আমি আমার সবটাই দেব।'
তবে তাকে ছাড়াই দল জিততে পারে বলে মনে করেন বেনজেমা। তাই বড় কোনো ঝুঁকি নিতে রাজী নন তিনি, 'আমাকে ছাড়াই দলের জেতার সামর্থ্য রয়েছে। আমি সেখানে (মাঠে) যাওয়ার জন্য সবকিছু করেছি। একটি অনুশীলন সেশন আছে এবং আমি আশা করি ভালো থাকব। কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে পারছি না কারণ মৌসুমটি খুব দীর্ঘ।'
Comments