মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে পারেন ডিপাই!

চলতি মৌসুমের শুরুর আগে বার্সেলোনায় যোগ দিয়েছেন মেম্ফিস ডিপাই। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ থেকে তাকে দলে টানতে কোনো ট্রান্সফার ফি খরচ করতে হয়নি কাতালানদের। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে স্প্যানিশ পরাশক্তিরা। কিন্তু মাত্র সাত মাস না পেরোতেই ক্যাম্প ন্যুতে তার বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম!
স্পোর্ত তাদের এক প্রতিবেদনে বলেছে, চলমান ২০২১-২২ মৌসুম শেষে বার্সেলোনা ছাড়তে পারেন ডিপাই। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড অবশ্য নিজের ইচ্ছায় নতুন ঠিকানায় পাড়ি জমাতে চলেছেন, বিষয়টা এমন না। বরং তাকে ছেড়ে দিতে পারে খোদ বার্সাই।
মৌসুম শুরুটা দুর্দান্ত হয়েছিল ডিপাইয়ের। লিওনেল মেসি পিএসজিতে নাম লেখানোর পর বার্সার হয়ে নিয়মিত গোল করার গুরুদায়িত্ব পড়ে তার কাঁধে। সেই চ্যালেঞ্জে উতরে যাওয়ার সর্বোচ্চ নিবেদন দেখা গিয়েছিল তার মধ্যে। কিন্তু নিজের সবশেষ কয়েকটি ম্যাচে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।
গত নভেম্বরে কোচ হয়ে আসা জাভির কৌশলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ডিপাই। এর সঙ্গে যুক্ত হয়েছে চোটের হানা। গত বছরের ডিসেম্বরে চোটে পড়ার পর প্রায় মাসখানেক মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর নতুন বছরের জানুয়ারিতে ফিরে খেলেন দুটি ম্যাচ। তারপর আবার চোটের কারণে ছিটকে গেছেন। গত ১৩ জানুয়ারির পর আর মাঠে নামা হয়নি তার।
সবশেষ শীতকালীন দলবদলে ফেরান তরেস ও পিয়েরে-এমেরিক অবামেয়াংকে পাকাপাকিভাবে দলে নিয়েছে বার্সা। ধারে এসেছেন আদামা ত্রাওরে। ফলে ক্যাম্প ন্যুতে এখন ফরোয়ার্ডের ছড়াছড়ি। ডিপাইয়ের পাশাপাশি আগে থেকেই আরও আছেন ওসমান দেম্বেলে, আনসু ফাতি, মার্টিন ব্র্যাথওয়েট ও লুক ডি ইয়ংরা। তাছাড়া, আগামী মৌসুমে তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ডকে দলে ভেড়াতে মুখিয়ে আছে বার্সা। ফলে বর্তমান স্কোয়াডের অনেককেই ছেঁটে ফেলতে হবে তাদের।
বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড দেম্বেলের ক্লাব ছাড়াটা এক প্রকার নিশ্চিত। চলতি মৌসুম শেষে বার্সেলোনার সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন। আর স্পোর্ত জানিয়েছে, ডিপাইয়ের সঙ্গে সঙ্গে ব্র্যাথওয়েট আর ডি ইয়ংকেও বিক্রি করে দিতে পারে বার্সা।
উল্লেখ্য, বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩ ম্যাচ খেলে ৮ গোল করেছেন ডিপাই। তার সবগুলো গোলই এসেছে স্প্যানিশ লা লিগায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচ খেলেও এখনও জালের দেখা পাননি তিনি।
Comments