রাশিয়া থেকে প্যারিসে সরল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

গত কয়েক দিন থেকেই গুঞ্জন ছিল রাশিয়া থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। শেষ পর্যন্ত তাই হয়েছে। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার ঘটনায় রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হলো ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রা সংস্থা উয়েফা।
২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচটি এখন হবে স্টাড দে ফ্রান্সে। আগামী ২৮ মে ফাইনালের ভেন্যু নির্ধারিত ছিল পিটার্সবার্গের ক্রেস্তোভস্কি স্টেডিয়াম। ২০১৮ বিশ্বকাপ উপলক্ষে বানানো স্টেডিয়ামটি অবশ্য পৃষ্ঠপোষক-সংক্রান্ত কারণে গাজপ্রম অ্যারেনা নামে বেশি পরিচিত।
ভেন্যু পরিবর্তন হলেও দিনক্ষণ রয়েছে আগের মতোই। পূর্বনির্ধারিত ২৮ মেতেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এদিন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের চাপে তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকে উয়েফা। এক্সিকিউটিভ কমিটির এই জরুরি বৈঠকের পরেই পিটার্সবার্গের বদলে সেন্ট ডেনিসে অবস্থিত স্টাড দে ফ্রান্সে ফাইনাল ম্যাচটি স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জরুরি পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচ ফ্রান্সে স্থানান্তরিত করতে সহয়তা করায় ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদও জানানো হয়েছে উয়েফার তরফ থেকে।
শুধু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নয়, মার্চে রাশিয়াতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচও পরিবর্তিত হতে পারে। এরমধ্যেই সেখানে খেলার জন্য আপত্তি জানিয়েছে সুইডেন, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
রাশিয়া ও ইউক্রেনের এমন পরিস্থিতিতে এ দুই দেশের ক্লাব তথা জাতীয় দলের কোনো ম্যাচ, আপাতত নিরপেক্ষ কোনো স্থানেই খেলা হবে বলে জানিয়েছে উয়েফা।
বৃহস্পতিবার দিনের শুরুতে ইউক্রেনে ব্যাপক হামলা শুরু করে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের নির্দেশে হামলা শুরু করে তারা। বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে বিমান হামলা বা গোলাবর্ষণ করে। এ হামলায় প্রথম দিনেই ৪০ সেনা ও ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
Comments