রোনালদোকে ইউনাইটেডেই দেখতে চান বেকহাম

বয়সটা ৩৭ ছাড়ালেও ধারাবাহিকভাবেই দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অন্যদিকে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড যেন ঠিক তার উল্টো। এরমধ্যেই নিশ্চিত হয়ে গেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না দলটি। ফলে নতুন মৌসুমে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে ক্লাব থেকে। এমনকি দল ছাড়তে পারেন রোনালদোও। তবে এ পর্তুগিজ তারকাকে আরও দুই-এক মৌসুম ইউনাইটেডেই দেখতে চান ক্লাবটির সাবেক তারকা ডেভিড বেকহাম।
চলতি মৌসুমেই ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। নতুন অভিষেকের ম্যাচেই জোড়া গোল। এখন পর্যন্ত এ মৌসুমে করেছেন ২৪টি গোল। যার ১৮টি করেছেন লিগে। তার চেয়ে বেশি গোল আসরে করেছেন আর মাত্র দুইজন মোহামেদ সালাহ (২২) ও হিয়ুং-মিন সন (২০)। আর নিজ ক্লাবের হয়ে তো ধারেকাছে নেই কেউ। কিন্তু এতো কিছুর পরও আলোচনায় দলীয় পারফরম্যান্স। এক যুগ পর কোনো ট্রফি ছাড়াই মৌসুম কাটাতে হচ্ছে তাকে।
তার উপর আগামী মৌসুমে নতুন কোচ আসছে ইউনাইটেডে। এরিক টেন হাগের পরিকল্পনায় রোনালদো আছেন কি-না তা নিয়েও রয়েছে শঙ্কা। আর আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা না পাওয়ায় রোনালদোরও থাকার তেমন ইচ্ছে নেই বলেই জানা গেছে। যদিও তার সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে আরও এক বছর।
তবে শেষ পর্যন্ত রোনালদোকে ইউনাইটেডেই দেখতে চান বেকহাম। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপ কাল বললেন, 'তার জন্য এটা (এখানে থকে যাওয়া) গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি, ইউনাইটেড তার কতটা জুড়ে আছে। সে নিজে যেটা সবচেয়ে ভালো পারে, এখনও তাই করে যাচ্ছে। সে যা করে যাচ্ছে, এই বয়সে এমন কিছু করা সত্যিই অবিশ্বাস্য। আশা করি আরও এক-দুই বছর এটা চলতে থাকবে।'
সেই ২০১২-১৩ মৌসুমের পর আর শিরোপা জিততে পারেনি ইউনাইটেড। এবার তো নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফল করেছে ক্লাবটি। ছয় নম্বরের উপরে থাকার কোনো সম্ভাবনাই নেই। তারপরও দুঃসময়ে ভক্তদের সমর্থন থাকবে বলে বিশ্বাস করেন বেকহাম, 'মৌসুমের শেষটা কঠিন ছিল সবার জন্য। তবে শেষ তো হচ্ছে, অন্তত এটা ভেবে স্বস্তি পাবেন সমর্থকদের অনেকে। চড়াই-উৎরাইয়ের কঠিন এক মৌসুম এটি। ফুটবলাররা চেষ্টা করেছে নিজেদের সেরাটা দিয়ে, ম্যানেজারও চেষ্টা করেছেন।'
'কয়েক মাস আগে আমি স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছিলাম। প্রতিটি আসন তখন পূর্ণ ছিল। তার মানে, সমর্থকরা বিশ্বাস হারায়নি, দলের পাশে থেকে গেছে। ইউনাইটেড সমর্থকরা এমনটাই করে থাকেন। গত কয়েক বছরে এই দলকে যেসবের মধ্য দিয়ে যেতে হয়েছে, খুব বেশি দলের সেই অভিজ্ঞতা হয়নি। তার পরও সমর্থকেরা কানায় কানায় পূর্ণ করেছেন মাঠ। সময় বদলাবেই, যোগ করেন এ সাবেক তারকা।
Comments