রোনালদো একজন কিংবদন্তি: ভারানে

সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্তিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়ে অনেক বিতর্কের মধ্যে পড়েছেন। তার উপর নতুন কোনো ক্লাবেও যোগ দেওয়া নিশ্চিত করতে পারছেন না এ পর্তুগিজ তারকা। তবে দুঃসময়ে সতীর্থ রাফায়েল ভারানেকে পাশে পেলেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
অনেকেরই ধারণা রোনালদোকে ছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড আরও শক্তিশালী হবে। তবে এর সঙ্গে সম্পূর্ণ দ্বিমত প্রকাশ করেছেন ভারানে। তাকে কিংবদন্তি আখ্যা দিয়ে গত মৌসুমের কথা মনে করিয়ে দেন এ ফরাসি ডিফেন্ডার। তার উপর রিয়াল মাদ্রিদে থাকাকালীন সময় থেকেই রোনালদোকে দেখে আসছেন তিনি।
জুভেন্টাস ছেড়ে গত মৌসুমের শুরুতে ইউনাইটেডে যোগ দেন। কিন্তু যে প্রত্যাশা নিয়ে দলে যোগ দেন, তার ছিটেফোঁটাও পূরণ হয়নি। ইংলিশ লিগে শুরুটা ভালো করলেও ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে তারা। চ্যাম্পিয়ন্স লিগ থেকেও যায় ছিটকে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। দলের হয়ে সর্বোচ্চ ২৪টি গোল এসেছে তার কাছ থেকেই।
বিবিসিকে দেওয়া এক এক সাক্ষাৎকারে রোনালদোর পক্ষেই তাই ঢাল ধরলেন ভারানে। রোনালদোকে ছাড়া ইউনাইটেড আরও ভালো পারফর্ম করতে পারবে কি-না জানতে চাইলে এ ফরাসি বলেন, 'এই ধরণের আলোচনা ড্রেসিংরুমের বাইরেই হয়। আমরা তার গুণাগুণ সম্পর্কে জানি। এবং আমরা জানি সে খুব জনপ্রিয়ও।'
রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা করে ভারানে আরও বলেন, 'অনেক লোক দলের পারফরম্যান্স এবং তার পারফরম্যান্স নিয়ে কথা বলবে। ক্রিস্তিয়ানো একজন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। সে একজন কিংবদন্তি এবং সে সবসময় দলকে সাহায্য করে, তাই অবশ্যই তার সঙ্গে খেলা দারুণ ব্যাপার।'
রিয়ালে দারুণ সময় কাটানো ভারানে ইউনাইটেডে এসে বেশ সংগ্রামই করছেন। তবে এ নিয়ে কোনো আক্ষেপ আছে কি-না জানতে চাইলে বলেন, 'না, অবশ্যই না। ফুটবলে সবসময়ই চ্যালেঞ্জ নিতে হয় এবং উন্নতি করতে হয়, আমি একই জায়গায় ১০ বছর পর আরেকটি অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম। প্রিমিয়ার লিগ দুর্দান্ত এবং ম্যানচেস্টার ইউনাইটেড দারুণ একটি ক্লাব।'
Comments