রোনালদো থাকলে সবসময়ই সুযোগ থাকে: সুলশার

শেষ মুহূর্তের খেলা চলছে। হাবভাব দেখে মনে হচ্ছিল ড্রই হতে যাচ্ছে এ ম্যাচের পরিণতি। কিন্তু তখনই দারুণ এক গোলে চিত্র পাল্টে দেন সময়ের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে আরও একটি হোঁচট থেকে রক্ষা পায় ম্যানচেস্টার ইউনাইটেড। স্বাভাবিকভাবেই এ তারকার বন্দনায় মেতেছেন ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার।
ওল্ড ট্রাফোর্ডে বুধবার রাতে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩তম মিনিটে পিছিয়ে পড়ার পর ৬০তম মিনিটে দলকে সমতায় ফেরান আলেক্স তেলেস। এরপর ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন রোনালদো।
এদিন প্রথমার্ধে বেশ কিছু হজম করতে পারতো ইউনাইটেড। ভাগ্যের কারণেই রক্ষা পায় দলটি। একসময় পিছিয়েও পরে দলটি। কিন্তু ম্যাচের শেষে আসে পুরো চিত্রই যায় পাল্টে। আর এ মাঠে এমন কিছুই হয় বলেই জানালেন সুলশার। আর রোনালদো থাকলে এমন কিছুর আশা করতেই পারেন তিনি।
ম্যাচ শেষে বিটি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কোচ বলেছেন, 'ওল্ড ট্র্যাফোর্ডে এটাই ঘটে। আমরা নিশ্চিন্তে খেলেছি এবং আমরা ভাগ্যবান। তাদের বিপক্ষে খেলা বেশ কঠিন। তবে যখন আপনার হয়ে মাঠে ক্রিস্টিয়ানো থাকবে তখন সবসময়ই একটি সুযোগ থাকে। গোলের সামনে ক্রিস্তিয়ানো অনেক ভালো।'
এদিন ম্যাচের প্রায় পুরোটা সময়ই বোতলবন্দী ছিলেন রোনালদো। কিন্তু শেষ মুহূর্তে তিনিই গড়ে দেন পার্থক্য। রোনালদো এভাবেই খেলেন বলে জানালেন ইউনাইটেড কোচ, 'সে তার ক্যারিয়ার জুড়ে এটা করেছে। সে ম্যাচে থাকে। আমি তাকে সারাদিন দেখেছি কীভাবে সে এই ম্যাচ তৈরি হয়েছে এবং যখন সে একটি সুযোগ পেয়েছে তখন এটাকে গোলে পরিণত করেছে। তার কয়েকটি হাফচান্স ছিল, কিন্তু একজন দুর্দান্ত ফিনিশারের আসল চিহ্ন হল (বড়) সুযোগ এলে নিজেকে শান্ত রাখা।'
কিছু দিন আন্তর্জাতিক ম্যাচে রেকর্ড গড়ার রাতের উদাহরণ টেনে রোনালদোর প্রশংসায় মাতেন এ কোচ, 'সে অনেকবারই এমনটা করেছে, এবং এক মাস আগেও আপনি তাকে (পর্তুগালের হয়ে) আয়ারল্যান্ডের বিপক্ষে দেখেছিলেন, সে প্রথম দিকে পেনাল্টি মিস করেছিল, বল কম-বেশি স্পর্শ করেননি এবং শেষ মিনিটে দুটি দুর্দান্ত হেডার করেছিল।'
Comments