লিগে সেরা তিনের বাইরে থাকা নিয়ে রোনালদোর ক্ষোভ

চলতি মৌসুমের শুরুটা দারুণ হলেও ছন্দ ধরে রাখতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সেকারণে দলটির কোচের পদ ছাড়তে হয় ওলে গানার সুলশারকে। নতুন কোচ রালফ রাংনিকের কৌশলে এখনও পুরোপুরি মানিয়ে নিতে পারেনি তারা। রেড ডেভিলদের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন শেষ হয়ে গেছে বললেই চলে। লিগের পয়েন্ট তালিকায় ইউনাইটেডের করুণ দশা নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলটির পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
প্রিমিয়ার লিগে ইউনাইটেড অবস্থান করছে সাত নম্বরে। তাদের পয়েন্ট ১৯ ম্যাচে ৩১। তালিকার শীর্ষে থাকা ইউনাইটেডের শহর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি তাদের চেয়ে এগিয়ে আছে ২২ পয়েন্টে। তারা অবশ্য দুই ম্যাচ বেশি খেলেছে।
জুভেন্টাস ছেড়ে মৌসুমের শুরুতে ইউনাইটেড ফেরা রোনালদো সতীর্থদের মানসিকতায় উন্নতি চাইছেন। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'প্রিমিয়ার লিগে আমরা সেরা তিনের নিচে থাকব, এমন মানসিকতা আমি মেনে নেব না।'
'আমি যা বলতে পারি তা হলো, আমরা আরও ভালো করতে পারি। আমরা সবাই। (একটি ক্লাব হিসেবে) ম্যানচেস্টার (ইউনাইটেড) হলো গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের বর্তমান এই অবস্থার পরিবর্তন করতে হবে।'
১২ বছরের ব্যবধানে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয়বারের মতো নাম লেখানো রোনালদোর চোখ দলগত সাফল্যের দিকে, 'আমি এখানে ষষ্ঠ বা সপ্তম বা পঞ্চম স্থানে থাকতে চাই না। আমি এখানে জিততে ও প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করতে এসেছি।'
'আমি মনে করি, আমরা প্রতিদ্বন্দ্বিতা করি। কিন্তু আমরা এখনও আমাদের সেরা পর্যায়ে নেই। আমাদের উন্নতি করার অনেক দীর্ঘ পথ বাকি আছে এবং আমি বিশ্বাস করি, যদি আমরা আমাদের মানসিকতায় পরিবর্তন করি, আমরা বড় কিছু অর্জন করতে পারি।'
নতুন বছরে ইউনাইটেডকে নতুন রূপে দেখার আশা প্রকাশ করেছেন রোনালদো। সেজন্য করণীয়গুলো জানা থাকলেও গণমাধ্যমে সেসব নিয়ে মুখ খুলতে নারাজ ৩৬ বছর বয়সী তারকা, 'আমি মনে করি, ভালো জিনিসগুলো বানাতে কখনও কখনও আপনাকে কিছু জিনিস ধ্বংস করতে হবে। তাহলে কেন নয়! নতুন বছর, নতুন জীবন এবং আমি আশা করি, ভক্তরা যে পর্যায়ে দেখতে চান, ম্যানচেস্টার (ইউনাইটেড) সেখানে যেতে পারে। এটি তাদের প্রাপ্য।'
'আমরা এখন কিছু জিনিস পরিবর্তন করতে সক্ষম। আমি উপায়গুলো জানি। কিন্তু আমি এখানে (গণমাধ্যমের কাছে) এটি উল্লেখ করতে যাচ্ছি না। কারণ, আমি মনে করি না যে এটি আমার দিক থেকে বলা নৈতিক হবে।'
প্রিমিয়ার লিগে ইউনাইটেড কঠিন সময় পার করলেও গোলের মধ্যে আছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো। ১৬ ম্যাচে তিনি করেছেন ৮ গোল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও গোলমুখে দুর্বার তিনি। ৫ ম্যাচে জালের দেখা পেয়েছেন ৬ বার। ইউনাইটেডও টিকে আছে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপার দৌড়ে। শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদ।
Comments