সমর্থকরা রিয়ালের পাশেই আছেন, বিশ্বাস আনচেলত্তির

মৌসুমের শুরুটা কী দারুণভাবেই না শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু মাঝ পথে এসে খেই হারিয়ে ফেলেছে তারা। এরমধ্যেই বিদায় নিয়েছে কোপা দেল রে থেকে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে তো হতশ্রী পারফরম্যান্স। লা লিগায় আগের তিন ম্যাচে একটি জয়। প্রতিপক্ষ দলগুলো আরও বাজে না খেললে হয়তো বড় সমস্যায় পড়তে হতো সেখানেও। সবমিলিয়ে হতাশ হয়ে পড়েছেন সমর্থকরা।

হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘরের মাঠেও খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলছে রিয়াল ভক্তরা। আগের দিন দিপার্তিভো আলাভেসের বিপক্ষে পুরো সমর্থন পায়নি রিয়াল মাদ্রিদ। স্টেডিয়ামের বড় অংশই ছিল খালি। অথচ ম্যাচে ৩-০ গোলের বড় জয়ই পেয়েছে রিয়াল। তবে সমর্থকরা শেষ পর্যন্ত রিয়ালের সঙ্গেই থাকবেন বলে বিশ্বাস করেন দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

এই জানুয়ারিতে এলচের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খাওয়ার পরের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওর কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নেয় রিয়াল। এরপর লিগে গ্রানাদার বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও পারফরম্যান্সে সমর্থকদের মন ভরাতে পারেনি দলটি। এর পরের ম্যাচে ভিয়ারিয়ালের সঙ্গে ভাগ্য সঙ্গে থাকায় হারেনি দলটি। আর পিএসজির বিপক্ষে তো আক্রমণ করার আদিখ্যেতাও দেখায়নি দলটি।

তবে আগের দিন নিজেদের চেনা ছন্দের ইঙ্গিত দিয়েছে রিয়াল। যদিও প্রথমার্ধে দলটি ছিল আগের মতোই ছন্নছাড়া। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয়ার্ধে তিনটি গোল আদায় করে বড় জয়ই তারা। ৬৩তম মিনিটে অনেকটা একক নৈপুণ্যে দলকে এগিয়ে নেন মার্কো আসেনসিও। দূরপাল্লার অসাধারণ এক শটে লক্ষ্যভেদ করেন। তাতেই ঘুরে দাঁড়ায় দলটি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস জুনিয়র। দুটি গোলের যোগানদাতা করিম বেনজেমা। তবে স্কোরবোর্ডে নিজের নাম লেখান যোগ করা সময়ে। স্পটকিক থেকে গোল আদায় করে নেন এ ফরাসি।

পিএসজির বিপক্ষে বাজে খেলার কথা স্বীকার করে নিয়েছেন কোচ আনচেলত্তি। তবে এদিনের পারফরম্যান্সে সমর্থকরা শেষ পর্যন্ত তাদের সঙ্গেই আছেন বলে বিশ্বাস করেন তিনি, 'না, আমি বুঝতে পারি যে ভক্তরা আমাদের সাথে আছে। আমি দেখতে পাচ্ছি তারা আঁকড়ে ধরে আছে, আমরা লা লিগা জিততে চাই। মঙ্গলবার আমরা খারাপ খেলেছি, কিন্তু আজ আমার মনে হয় তারা আমাদের প্রতিক্রিয়া দেখেছে।'

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago