সেরারা সবসময় জিততে পারে না, ভাগ্যও লাগে: মেসি

নেইমার, কিলিয়ান এমবাপে, আনহেল দি মারিয়া, মার্কুইনোসদের মতো তারকা খেলোয়াড়রা আগেই ছিল। সের্জিও রামোস, আশরাফ হাকিমি ও জিয়ানলুইজি দোনারুমাদের মতো পরীক্ষিত সৈনিকদের এ মৌসুমে টেনেছে তারা। তার সঙ্গে যোগ হয়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। রীতিমতো গ্যালাক্টিকোস যুগের শুরু পিএসজিতে। স্বাভাবিকভাবেই সব শিরোপার দাবীদার দলটি।
কিন্তু সেরারাই যে সবসময় চ্যাম্পিয়ন হতে পারে না এমন উদাহরণও ভুরিভুরি। সামান্য একটু উনিশ বিশ হলেই বদলে যায় প্রেক্ষাপট। চ্যাম্পিয়ন্স লিগসহ যে কোনো শিরোপা জয়ের জন্য ভাগ্যও প্রয়োজন হয়। ঠিক সেটাই পিএসজি সমর্থকদের মনে করিয়ে দিলেন মেসি।
পাঁচ দিনের নাটকীয়তা শেষে আগের দিন প্যারিসে পা রাখেন মেসি। দুই বছরের চুক্তিতে যোগ দেন এ তারকা। তবে আজ বুধবারই সংবাদ সম্মেলনে সবার সঙ্গে কথা বললেন। সেখানেই নিজের অভিমত জানান এ আর্জেন্টাইন, 'চ্যাম্পিয়ন্স লিগ জেতা সহজ নয়। আপনি সেরা দল থেকেও নাও জিততে পারেন। সামান্য ভুলই আপনাকে বিদায় করে দিবে। চ্যাম্পিয়ন্স লিগ কঠিন এটা পিএসজিও জানে। আপনাকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী দল হতে হবে, যেমনটি আমি মনে করি। এর জন্য সামান্য ভাগ্যও লাগে। সেরারা সবসময় জিততে পারে না।'
পিএসজিতে মেসির প্রধান লক্ষ্যই আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জয়। আর পিএসজির সে সামর্থ্য রয়েছে বলেও মনে করেন রেকর্ড ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা, 'এটি এমন একটি দল এতোগুলো স্বাক্ষর, (চ্যাম্পিয়ন্স লিগ জয়ের) এর জন্যই করা হয়েছে। আমি এখানে সাহায্য করতে এসেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবো এবং আগের চেয়ে বেশি উৎসাহ নিয়ে করবো। আমার লক্ষ্য হলো আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। আমার মনে হয় এর জন্য এটাই আদর্শ জায়গা।'
আর এমনটা হলেও পিএসজি ও তাদের সমর্থকদের প্রত্যাশাও পূরণ হবে। সবমিলিয়ে লা পার্সিয়ানদের জন্য দারুণ একটি বছর শুরু হতে যাচ্ছে বলে মনে করেন এ আর্জেন্টাইন তারকা, 'একে অপরকে দেখার এবং মানুষের সঙ্গে যোগাযোগ করার সময় রয়েছে। আমরা এটি উপভোগ করতে যাচ্ছি এবং আশা করি এটি সবার জন্য একটি অসাধারণ বছর হবে।'
তবে ক্লাবটির হয়ে কবে মাঠে নামতে পারবেন তা এখনও জানেন না সাবেক বার্সা অধিনায়ক, 'আমি জানি না কবে আমার অভিষেক হবে। এক মাসেরও বেশি সময় ধরে আমি খেলছি না। গতকাল পচেত্তিনো এবং কোচিং স্টাফদের সঙ্গে দেখা হয়েছে। আমাকে প্রস্তুতি নিতে হবে এবং ভালো হতে হবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব খেলতে চাই, কিন্তু আমি নির্দিষ্ট তারিখ বলতে পারছি না। এটা কোচিং স্টাফদের সিদ্ধান্ত।'
Comments