হতাশ কণ্ঠে ইনজাঘি বললেন, এটাই ফুটবল

অপেক্ষাকৃত ভালো ফুটবল খেলল ইন্টার মিলানই। লক্ষ্যে শটও তাদের বেশি। কিন্তু ম্যাচ শেষে জয়ী দলটির নাম এসি মিলান। এমন হারের পর স্বাভাবিকভাবেই হতাশ ইন্টার কোচ সিমনি ইনজাঘি। বাস্তবতা নেমে নিলেও মিলান ডার্বিতে হারটা তাদের প্রাপ্য ছিল না বলেই মনে করেন এ কোচ।
সানসিরোতে শনিবার রাতে সিরি আর ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে এসি মিলান। প্রথমার্ধে ইভান পেরিসিচের গোলে এগিয়ে গিয়েছিল ইন্টারই। সে লিড ধরে রেখেছিল প্রায় শেষ পর্যন্ত। কিন্তু শেষ দিকের তিন মিনিটের ঝড়ে দুটি গোল করে ব্যবধান গড়ে দেন মিলানের ফরাসি তারকা অলিভিয়ের জিরুদ।
এমন হারের পর নিজেদের ভাগ্যকে দুষছেন কোচ ইনজাঘি, 'এটাই ফুটবল। আমরা সব দিক দিয়ে আধিপত্য বিস্তার করেছি। কিন্তু শেষ পর্যন্ত তীক্ষ্ণ ছিলাম না। প্রথম গোলটাতে তারা ভাগ্যবান এবং দ্বিতীয়টি স্মার্ট গোল ছিল। প্রথম ৬০ মিনিট তো একমুখী ডার্বি দেখেছি। প্রথম গোলের আগে অ্যালেক্সিস সানচেজকে ফাউল করা হয় এবং আমরা মনোযোগ হারিয়ে ফেলি।'
ঘরের মাঠে শেষবার ২০২০ সালের অক্টোবরে হেরেছিল ইন্টার। প্রায় দেড় বছর অপরাজিত থাকার রেকর্ডটি ভাঙে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে। হারে অবশ্য অনেকেই কাঠগড়ায় তুলছেন কোচ ইনজাঘিকেই। আগেভাগেই কার্যকরী খেলোয়াড়দের তুলে নেওয়ার সমালোচনা চলছে। গোলদাতা পেরিসিচসহ দারুণ ছন্দে থাকা লাউতারো মার্তিনেজকে তুলে নেন ৭০ মিনিট শেষ না হতেই।
তবে ইনজাঘি এসব সমালোচনায় কান দিচ্ছেন না। ম্যাচ যে গতিতে হয়েছে তাতে ১০ ম্যাচে একটি ম্যাচে তারা হারবেন বলে মনে করেন এ কোচ, 'আমরা যদি এই ম্যাচটা আরও ১০ বার খেলি, তাহলে হয়তো আমরা একটি ম্যাচে হারব। আমরা সবাই জানি এ ডার্বি কতোটা গুরুত্বপূর্ণ। আমরা এমন হার প্রাপ্য ছিলাম না। কিন্তু এটাই ফুটবল।'
Comments