সর্বোচ্চ কল ড্রপ টেলিটকের: বিটিআরসি

রাজধানীর ২ সিটি করপোরেশন এলাকা ছাড়া ঢাকা বিভাগের সব জেলায় স্ট্যান্ডার্ড কল সাকসেস রেট এবং কল ড্রপ রেট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক।

রাজধানীর ২ সিটি করপোরেশন এলাকা ছাড়া ঢাকা বিভাগের সব জেলায় স্ট্যান্ডার্ড কল সাকসেস রেট এবং কল ড্রপ রেট নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) ড্রাইভ টেস্টের ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

ফলাফলে দেখা যায়, টেলিটকের গড় কল সাফল্যের হার ৯৬ দশমিক ৮ শতাংশ এবং কল ড্রপ রেট ২ দশমিক ৫৯ শতাংশ।

বিটিআরসির নীতিমালা অনুযায়ী, টেলিকম অপারেটরদের কল সফলতার হার ৯৮ শতাংশ বা তার বেশি হওয়া উচিত। কল ড্রপ ২ শতাংশের কম হওয়া উচিত।

এছাড়া কল সেটআপের সময় ৭ সেকেন্ডের মধ্যে হওয়া উচিত।

মোবাইল অপারেটরদের সেবার মান যাচাই করতে বিটিআরসি গত বছরের ১৩-৩১ ডিসেম্বর ঢাকা বিভাগের ১৩টি জেলার ৩৯টি উপজেলায় ১ হাজার ৩০৯ কিলোমিটার জুড়ে এই ড্রাইভ টেস্ট পরিচালনা করে।

এর ফলাফলে দেখা যায়, গ্রামীণফোনের গড় কল সাফল্যের হার ছিল ৯৯ দশমিক ৮৪ শতাংশ, রবির ৯৯ দশমিক ৫১ শতাংশ এবং বাংলালিংকের ৯৯ দশমিক ৫ শতাংশ।

গ্রামীণফোনের গড় কল ড্রপ ছিল শূন্য দশমিক ২৯ শতাংশ, রবির শূন্য দশমিক ২৩ শতাংশ এবং বাংলালিংকের শূন্য দশমিক ৩২ শতাংশ।

ফোর-জি ডেটা স্পিডের ক্ষেত্রে দেখে গেছে, বাংলালিংক ছাড়া সব অপারেটর বিটিআরসির নির্ধারণ করা স্ট্যান্ডার্ড ইন্টারনেট গতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

বিটিআরসির নীতিমালা অনুযায়ী, থ্রি-জি ডেটার সর্বনিম্ন গতি হতে হবে ২ এমবিপিএস এবং ফোর-জি ডেটার সর্বনিম্ন গতি হওয়া উচিত ৭ এমবিপিএস।

গ্রামীণফোনের ফোর-জি ডেটার গতি ছিল ৬ দশমিক ৯৯ এমবিপিএস, রবির ৬ দশমিক ৪১ এমবিপিএস এবং টেলিটকের ২ দশমিক ৮ এমবিপিএস।

বাংলালিংক ঢাকা বিভাগের জেলাগুলোতে ৮ দশমিক ০১ এমবিপিএস ডেটা সরবরাহ করে সবচেয়ে এগিয়ে আছে।

Comments

The Daily Star  | English
3rd tranche of IMF loan

IMF lowers Bangladesh’s economic growth forecast

Bangladesh economy to grow 5.7% in FY24, the lender says

29m ago