বিজয় দিবসে পর্দায় জহির রায়হান

জহির রায়হানের চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। ছবি: সংগৃহীত

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ 'জাগো বাহে'র দ্বিতীয় পর্ব 'লাইটস, ক্যামেরা, অবজেকশন' আজ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে।  

বিজয় দিবসে রাত ৮টার দিকে পর্বটি মুক্তি পায়।

এ পর্বে কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের গল্প পর্দায় উঠে এসেছে। সালেহ সোবহান অনীমের পরিচালনায় জহির রায়হানের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন অভিনেতা মোস্তফা মনোয়ার। 

'লাইটস, ক্যামেরা, অবজেকশন' নির্মিত হয়েছে জহির রায়হানের জীবনের অজানা এক ঘটনাকে উপজীব্য করে। ১৯৭০ সালে জহির রায়হান পরিচালনা করেছিলেন ঐতিহাসিক চলচ্চিত্র 'জীবন থেকে নেয়া'। তৎকালীন সেন্সর বোর্ড এই চলচ্চিত্রটি আটকে দিয়েছিল। সেই সময় বোর্ডের সঙ্গে যুক্তিতর্কে লিপ্ত হয়েছিলেন জহির রায়হান। সেই ঘটনাটিই উঠে এসেছে পর্দায়।

জহির রায়হানের চরিত্রে অভিনয় করা নিয়ে অভিনেতা মোস্তফা মনোয়ার বলেন, 'এই চরিত্রটি আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। খুব ভয়ে ভয়ে চরিত্রটি করেছি। এ প্রজন্ম নতুন করে জহির রায়হানের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে। দেখার পর সবার মতামতের অপেক্ষায় থাকলাম।' 

পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, 'সংলাপ নির্ভর পর্বটি নির্মাণ করতে আমাকে লেখকসহ অভিনেতারা অনেক সহযোগিতা করেছেন। কিছু বাস্তব, কিছু কল্পনা মিশিয়ে নির্মাণ করতে হয়েছে এটি। সবার কাছে আমার অনেক কৃতজ্ঞতা।'

পর্বটিতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মীর নওফেল আশরাফি জিসান, গাজী রাকায়েত, অশোক বেপারী, অপর্ণা ঘোষ।

Comments