শপথ নিতে যত লেট করবেন তত লস: ইমন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নায়ক মামনুন ইমন শপথ নিয়েছেন।
আজ রোববার সন্ধ্যার পর এফডিসির ২ নম্বর শুটিং ফ্লোরে শপথ নেন তিনি। তাকে শপথ বাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নতুন কমিটির অমিত হাসান, জেসমিন, নাদের খান, আজাদ খান। ছিলেন ডি এ তায়েবও৷ শপথ শেষে উপস্থিত হন নিপুণ আক্তার।
এর আগে টানা ২ মেয়াদে সমিতির আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন ইমন।
ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুবই ভালো লাগছে অবশেষে শপথ নিতে পেরে৷ শুটিংয়ের কারণে শপথ নিতে দেরি হয়ে গেল। আমাদের সৌভাগ্য ইলিয়াস কাঞ্চনের মতো একজন ব্যক্তিত্বকে সভাপতি হিসেবে পেয়েছি। যারা এখনো শপথ নেননি তাদের উদ্দেশ্যে বলব, জলদি আসেন। যত লেট করবেন তত লস।'
Comments