১৪ অভিনয় শিল্পীর জীবনের গল্প 'আমি কথা বলতে চাই'

ছবি: সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হবে আনজাম মাসুদের পরিকল্পনা, উপস্থাপনা ও নির্দেশনায় তারকাদের প্রতিযোগিতামূলক শো 'আমি কথা বলতে চাই'। অনুষ্ঠানে তারকারা তাদের জীবনের নানা অজানা কথা জানাবেন। কথা বলবেন সহকর্মীদের নিয়েও।  

এই শোর গত ২ পর্ব ছিল উপস্থাপক ও সঙ্গীত শিল্পীদের নিয়ে। এবারের পর্বে থাকছেন টেলিভিশন নাটকের ১৪ জন অভিনয় শিল্পী। তারা হলেন আজিজুল হাকিম, তুষার খান, সোহেল আরমান, সামস সুমন, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, আনিসুর রহমান মিলন, সাজু খাদেম, নাদিয়া আহমেদ, তাহমিনা মৌ, শামীমা তুষ্টি, চাঁদনী, আনিকা কবির শখ ও মৌসুমী হামিদ।

প্রতিযোগিতার জন্য থাকছে বিষয়ভিত্তিক ৪টি সমসাময়িক বিষয় নিয়ে লেখা রম্যনাটিকা। এতে অভিনয় করেছেন আশরাফ কবীর, লিটন খন্দকার, তমাল মাহবুব, ফাহমিদা ফাহমি, নিথর মাহবুব, রিপন, হেলাল দুলাল।

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

5h ago