চারদিনের টেস্টে নামবে দ.আফ্রিকা-জিম্বাবুয়ে

South Africa and Zimbabwe Logo

আলাপ আলোচনা চলছিল বেশ কদিন থেকেই। আসছে ডিসেম্বরে বক্সিং ডেতে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্টে অনুমোদন চেয়ে আইসিসির কাছে আবেদনও করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। শুক্রবার আইসিসির সভায় ২০১৯ পর্যন্ত পরীক্ষামূলকভাবে চারদিনের টেস্টের অনুমতি দেওয়া হয়েছে। তাতে খুলে গেছে দুয়ার।

শুক্রবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে আইসিসি সভা শেষে সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘২০১৯ বিশ্বকাপের আগ পর্যন্ত চারদিনের টেস্টকে পরীক্ষামূলক ভিত্তিতে অনুমোদন দিয়েছে আইসিসি। সম্ভবত শীঘ্রই জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা চারদিনের টেস্ট খেলতে যাচ্ছে।’

প্রতিবছর বক্সিং ডেতে খেলা থাকে দক্ষিণ আফ্রিকার। এবার সূচিতে কোন খেলা না থাকায় দর্শকদের নিরাশ করতে চাইনি সেদেশের বোর্ড। তাই চারদিনের টেস্টের নতুন ভাবনা। তবে চারদিনের টেস্ট খেলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন ক্রিকেটাররা।

অবশ্য টেস্টের দৈর্ঘ্য নিয়ে এই প্রথম নড়াচড়া হয়নি। একদম শুরুতে টাইমলেস টেস্ট হতো, খেলা হয়েছে ছয়দিনের এমনকি চারদিনেরও। তবে নিকট অতীতে এমন ঘটনা আর দেখা যায়নি।

সব ঠিক থাকলে ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে চারদিনের টেস্টে নামবে আফ্রিকার দুই প্রতিবেশি দেশ।

 

Comments

The Daily Star  | English

Diplomatic push loses steam

Iran says European proposals ‘unrealistic’; Trump says Europe’s diplomacy unlikely to yield results

5h ago