তালুর মতো আলু!
নিজের বাড়ির আঙ্গিনায় আলু তুলতে গিয়ে অবাক হলেন গাইবান্ধার এক বাসিন্দা। আলু তো নয় যেন মানুষের হাতের তালু!
আমাদের গাইবান্ধা প্রতিনিধি আজ জানান, আতিকুর রহমান মাটি খুঁড়ে দুটি অদ্ভুত আকৃতির আলু পান। একটি দেখতে অবিকল মানুষের হাতের তালুর মতো, অপরটি দেখতে যেন একটি বিকৃত তালু।
আতিকুর দুমাস আগে স্থানীয়ভাবে পরিচিত গাছালুর বীজ রোপণ করেন।
এমন বিরল আকৃতির আলুর খবর পেয়ে উৎসুক এলাকাবাসীরা ভীড় করেন আতিকুরের বাড়িতে।
গাইবান্ধা পৌরসভার সুখনগর এলাকার নুর আলম বলেন, “খবর পেয়ে আলু দেখতে ছুটে আসি। আমি আগে কখনো এমন অদ্ভুত আকৃতির আলু দেখি নাই।”
বিপ্লব কুমার নামের স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, “প্রথমে দেখে বিশ্বাসই করতে পারিনি। এমন অদ্ভুত আকৃতির আলু, খুবই অবাক হয়েছি।”
Comments