ধনকুবের মুসার বিলাসবহুল গাড়ি আটক

শুল্ক গোয়েন্দা বাহিনী আজ অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে ধনকুবের মুসা বিন শমসেরের ট্যাক্স ফাঁকি দেয়া একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে |

শুল্ক গোয়েন্দা বাহিনী আজ অভিযান চালিয়ে রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকা থেকে ধনকুবের মুসা বিন শমসেরের ট্যাক্স ফাঁকি দেয়া একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে|

"কালো রঙের এসইউভি গাড়িটি মিথ্যা তথ্যের এবং জাল কাগজের ভিত্তিতে নিবন্ধিত হয়েছিল| এই গাড়িটি মূসা বিন শমসেরের ব্যক্তিগত কাজে ব্যবহৃত হতো," জানিয়েছে বাংলাদেশ শুল্ক গোয়েন্দার ফেসবুক পোস্ট|

পোস্ট থেকে জানা যায়, কাস্টমস এর পক্ষ থেকে আজ সকালে মুসা বিন শমসেরকে একটি নোটিস জারি করে বলা হয় গাড়িটি শুল্ক গোয়েন্দাদের হস্তান্তর করতে| খবর পেয়ে ধানমন্ডিতে এক আত্মীয়ের বাড়িতে গাড়িটি গোপনে লুকিয়ে রেখে আসা হয়|

পরবর্তীতে, বিকেল ৩ দিকে শুল্ক গোয়েন্দারা গাড়িটি ওই বাসা থেকে উদ্ধার করে|

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

1h ago