ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সংবিধানের ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল আজ তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিয়ে এই সংশোধনী আনা হয়েছিল।
হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার মো সাব্বির ফাইজ দ্য ডেইলি স্টারকে বলেন, পূর্ণাঙ্গ রায়টি ৭৯৯ পৃষ্ঠার। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ছয় বিচারপতি রায়ে স্বাক্ষর করার পর তা প্রকাশ করা হয়েছে।
তবে ষোড়শ সংশোধনী বাতিলের শুনানির সময় বিচারপতি নাজমুন আরা সুলতানা সুপ্রিম কোর্ট বেঞ্চে থাকলেও গত ৭ জুলাই তিনি অবসর গ্রহণ করায় রায়ে স্বাক্ষর করেননি। তিনি আরও বলেন, অল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হবে।
এর আগে গত ৩ জুলাই ষোড়শ সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
ষোড়শ সংশোধনী নিয়ে আইনি লড়াইয়ে রাষ্ট্রপক্ষের পরাজয়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা হারিয়েছে জাতীয় সংসদ। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতীয় সংসদে সংশোধনীটি পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে প্রমাণিত অসদাচরণ ও অসামর্থ্যের কারণে সংসদের দুই তৃতীয়াংশ ভোটের পর রাষ্ট্রপতির আদেশে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের বিধান রাখা হয়েছিল।
কিন্তু এর বিরুদ্ধে ৯ জন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে গত বছর ৫ মে ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষ গত ৪ জানুয়ারি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিল।
Comments