অঞ্জলি-ভক্তিতে দেবী বীণাপাণির আরাধনা

pooja_5feb22.jpg
ছবি: প্রবীর দাশ/স্টার

করোনাভাইরাস সংক্রমনের ঊর্ধ্বগতির মধ্যে মঙ্গলযজ্ঞ, আরতি আর পুষ্পাঞ্জলি নিবেদনে সেই আড়ম্বর হয়তো নেই। তারপরেও রাজধানীসহ সারা দেশে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য দেবীকে আরাধনা করছেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।

স্বরস্বতী বিদ্যার দেবী বলে ঐতিহ্যগতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সব ধর্মের শিক্ষার্থীদের মধ্যেই এ দিনটি ভক্তি ও উৎসবের অন্যরকম আমেজ এনে দেয়। তবে এবার করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় পূজামণ্ডপে সীমিত আকারে ও স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে।

pooja1_5feb22.jpg
ছবি: প্রবীর দাশ/স্টার

শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

আজ শনিবার সকাল ৭টা ৭ মিনিটে শুরু হয়েছে পঞ্চমী তিথি। কাল রোববার সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে। পূজার আনুষ্ঠানিকতার বাইরে এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়।

সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে জানা যায়।

পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটি সরস্বতী পূজার আয়োজন করেছে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবেও পূজা অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Disrupting office work: Govt employees can be punished within 8 days

The interim government has moved to amend the Government Service Act-2018 to allow swift disciplinary action against its employees who will be found guilty of disrupting official activities.

8h ago