নারায়ণগঞ্জে জাল নোটসহ আটক ৪

আটককৃত ৪ জন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণের সময় ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১।

আজ বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান ।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের আকাশ মিয়া (২৫), ইসমাইল হোসেন (৩৭) রবিউল হাসান (২৭) ও নওগাঁয়ের সুমন আলী ওরফে কবির (৩৩) ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বিকেলে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা বিতরণকালে ৪১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ ৪ জনকে আটক করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর ও এর আশেপাশের এলাকায় বিতরণ করে আসছে। জাল টাকা উৎপাদন ও বিতরণের মূল হোতাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English

Step up diplomacy as US tariff clock ticks away

Bangladesh must intensify trade diplomacy to protect garment exports from steep US tariffs as the clock runs down on a three-month reprieve, business leaders warned yesterday.

10h ago