
বান্দরবান সদরের বালাঘাটা লেমুঝিরি পাড়া এলাকায় ত্রিপুরা নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার এ ঘটনায় মামলা হলে রাতেই লেমুঝিরি পাড়া এলাকা থেকে অভিযুক্ত ফরহাদ চৌধুরীকে (২৯) গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কারিমুজ্জামান বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ফরহাদ ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করেছেন।'
ওই নারীর স্বামী বলেন, 'গত শনিবার ফরহাদ আমার স্ত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে জীবননাশের হুমকি দেওয়ায় ভয়ে সে কাউকে কিছু বলেনি। গতকাল দুপুরে আমাকে জানালে থানায় গিয়ে মামলা করি।'
Comments