আজিজুল হক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মহিলা কলেজের শিক্ষকদের নিন্দা

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলীর বিরুদ্ধে সরকারি মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ জোহরা ওয়াহিদা রহমানের প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে।
মো. শাহজাহান আলী। ছবি: সংগৃহীত

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলীর বিরুদ্ধে সরকারি মুজিবুর রহমান কলেজের (মহিলা কলেজ) অধ্যক্ষ জোহরা ওয়াহিদা রহমানের প্রতি অশালীন মন্তব্য করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গত সোমবার দুপুরে মহিলা কলেজের শিক্ষক পরিষদ জরুরি বৈঠক করে শাহজাহান আলীর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করেছে।

বগুড়ায় মহিলা কলেজ নামে পরিচিত সরকারি মুজিবুর রহমান কলেজের শিক্ষক পরিষদের অভিযোগ, শাহজাহান আলী গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সরকারি আজিজুল হক কলেজে আয়োজিত অনুষ্ঠানে জোহরা ওয়াহিদা রহমানের প্রতি অশালীন, অশোভন এবং শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেন।

এই ব্যাপারে জোহরা ওয়াহিদা রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'শাহজাহান আলী অনেকের সামনে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলছেন যা মুখে আনার মতো নয়। আজিজুল হক কলেজের একাধিক শিক্ষক এবং শাহজাহান আলীর সেক্রেটারিও সেসব কথা স্বীকার করেছেন। এর ভিত্তিতে শিক্ষক পরিষদ নিন্দা প্রস্তাব এনেছে।'

মহিলা কলেজের শিক্ষকদের নিন্দা প্রস্তাব সম্পর্কে শাহজাহান আলী ডেইলি স্টারকে বলেন, 'তিনি (জোহরা ওয়াহিদা) দুর্বৃত্তদের সঙ্গে থাকেন। কেন এমন অভিযোগ আনলেন জানি না।'

তিনি বলেন, 'আজকে আমার কলেজের শিক্ষকদের নিয়ে বৈঠক করেছি। তার বিরুদ্ধে রেজুলেশন করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

অন্যদিকে জোহরা ওয়াহিদা রহমান বলেন, 'সেদিন যারা অশালীন বক্তব্যের কথা স্বীকার করেছিলেন তারা এখন প্রিন্সিপালের ভয়ে তা অস্বীকার করছেন। তিনি যদি সেরকম কিছু না বলে থাকেন তাহলে গতকাল শাহজাহান আলী কেন অন্য শিক্ষকদেরকে নিয়ে আমার কলেজে ফুল আর মিষ্টি নিয়ে এলেন? তারা আমার সঙ্গে ছবি তুলে তা ফেসবুকে দিয়ে লিখেছেন ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমি দীর্ঘদিন আজিজুল হক কলেজে চাকরি করেছি। সম্প্রতি মহিলা কলেজের অধ্যক্ষ হয়ে এসেছি। আমার উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে শাহজাহান আলী আমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে বেড়ান। এখন তিনি আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিবেন বলে ভয় দেখাচ্ছেন।'

Comments

The Daily Star  | English

Schools to remain shut till April 27 due to heatwave

The government has decided to keep all schools shut from April 21 to 27 due to heatwave sweeping over the country

1h ago