‘আমাদের প্রিয়জনকে ফিরিয়ে দিন’

আবিদা ইসলাম রিধি (বামে) এবং আরওয়া ইসলাম জানেন না প্রায় ৮ বছর আগে গুম হয়ে যাওয়া তাদের বাবা আর কোনো দিন ফিরবেন নাকি চিরতরে চলে গেছেন। প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠে একটি সুসংবাদের আশায় থাকেন। কিন্তু তাদের সেই অপেক্ষা আজও শেষ হয়নি। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মায়ের ডাকের আয়োজনে তারা তাদের প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন। ছবি: আনিসুর রহমান

গুমের শিকার পরিবারের সদস্যরা গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে তাদের প্রিয়জনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।

বিক্ষোভকারীদের মধ্যে ৮ বছর আগে যারা নিখোঁজ হয়েছেন তাদের শিশু সন্তানরাও ছিল। হাতে বাবার ছবি নিয়ে তারা সুবিচার দাবি করেন।

মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে গতকাল মানববন্ধন আয়োজন করে গুমের শিকার পরিবারের সদস্যদের প্ল্যাটফর্ম 'মায়ের ডাক'।

রাজনীতিক ও ব্যবসায়ীসহ অনেকেই নিখোঁজ হওয়ার পর বছর পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী আজও তাদের খোঁজ দিতে পারেনি।

গুমের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে মানববন্ধনে যোগ দেন দেশের অন্যান্য নাগরিকরাও।

গুলশান ছাত্রদলের সাবেক নেতা সাইফুর রহমানের বাবা শফিকুর রহমান অভিযোগ করেন, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর ভাটারা এলাকা থেকে তার ছেলেকে তুলে নেওয়া হয়।

তিনি জানান, এ ঘটনায় তিনি স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে আজ পর্যন্তও তার ছেলের খোঁজ পাননি।

শফিকুর বলেন, তিনি তার ছেলের খোঁজ পেতে সরকারের কাছে অনুরোধ করেছেন। জীবিত না থাকলেও তার ছেলেকে কোথায় দাফন করা হয়েছে অন্তত সেই খবরটুকু তারা চান, যাতে তার বিদেহী আত্মার জন্য মাগফেরাত কামনা করতে পারেন।

তিনি প্রশ্ন রাখেন, 'আমার ছেলে রাজনীতি করত। এটাই কি তার অপরাধ?'

অপর ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন তপুর মা সালেহা বেগম জানান, ২০১৬ সালের ২৬ জানুয়ারি তার ছেলেকে তুলে নেওয়া হয়।

তিনি জানান, এ ঘটনায় তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদেরকেও সাহায্য করতে অনুরোধ করেছেন।

তবে রামপুরা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেমকে খুঁজে পাওয়া যায়নি।

মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম বলেন, তারা দেশে দায়মুক্তি ও অধিকার লঙ্ঘনের সংস্কৃতির পরিবর্তন চান।

তিনি বলেন, 'আমরা আমাদের প্রিয়জনদের ফিরে পেতে চাই।'

মানববন্ধনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

Comments

The Daily Star  | English

Bangladesh races to expand air cargo capacity

In a first move to address the shortfall, Sylhet's Osmani International Airport is set to launch dedicated cargo operations today

6h ago