
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চককীর্তি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই তরুণ হলেন চককীর্তি গ্রামের কাফের হোসেনের ছেলে সাইরুল (১৯)।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ সকালে সাইরুল নিজ গ্রামের বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।
Comments